দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর, আজ থেকে ফের খুলে গেল কেদারনাথের দরজা। অক্ষয় তৃতীয়ার দিনে সকাল ৭ টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে কেদারনাথ ধামের দরজা। মন্দিরের দরজা খুলতেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে। ৪০ কুইন্টাল ফুল দিয়ে এদিন সাজানো হয় কেদারনাথ ধাম।
কেদারনাথের পাশাপাশি, খুলে দেওয়া হল গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও। ১২ ই মে খুলবে বদ্রীনাথের দরজা। এদিন কেদারনাথে সস্ত্রীক উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। এক্স হ্যান্ডলে মন্দির খোলার মুহূর্তের ভিডিও পোস্ট করেন তিনি। হেলিকপ্টারের মাধ্যমে চলে পুষ্পবৃষ্টি।
মন্দির খুলতেই দর্শকদের ভিড় উপচে পড়েছে কেদারনাথ ধামে। এদিন কেদারনাথ ধামে প্রথম পুজো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। উত্তরাখণ্ডে খুলে দেওয়া হল কেদারনাথের দরজা। ইতিমধ্যে কেদারনাথ ধামে দর্শনের জন্য বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছেন। মন্দির খোলার একটি ভিডিওও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে মন্দির খোলায় ভক্তদের মধ্যে আকাশছোঁয়া উন্মাদনা। এদিন কেদার নাথের পাশাপাশি একই সঙ্গে খুলে দেওয়া হয় যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজাও। বদ্রীনাথ ধামের দরজা ১২ ই মে খুলে দেওয়া হবে।
এবিষয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, “ভক্ত ও তীর্থযাত্রীরা এই যাত্রার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। আজকে অক্ষয়তৃতীয়ার পবিত্র দিনে খুলে গেল মন্দিরের দরজা। মন্দিরের দরজা খুলতেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো দেওয়া হয়। পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দর্শন।”
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত উপলক্ষে শুক্রবার (৯ মে) থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দরজা। আজকে সকাল ৭টা থেকে কেদারনাথ ও যমুনোত্রীর দরজা পূনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রীর দরজা খুলবে দুপুর ১২টা ২০ মিনিটে। এছাড়াও, চারধামের মধ্যে অন্যতম বদ্রীনাথ ধামের দরজা ১২ মে থেকে খুলবে। রাজ্য সরকার ইতিমধ্যেই চারধাম যাত্রার সময় তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।