দেশে বাড়ছে করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে এবার বিমান যাত্রায় নয়া নির্দেশিকা জারি করা হল। এবার থেকে বিমানে যতটা সম্ভব মাঝের আসন ফাঁকা রাখতে হবে, সোমবার বিমানসংস্থাগুলিকে এমন নির্দেশই দেওয়া হয়েছে ডিজিসিএ-র তরফে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রী সংখ্য়ার চাপে মাঝের আসন যদি ফাঁকা রাখা না যায়, সেক্ষেত্রে বস্ত্র মন্ত্রকের তত্ত্বাবধানে বানানো বিশেষ র্যাপ অ্যারাউন্ড গাউন ওই আসনের যাত্রীকে দিতে হবে। পাশপাশি, তিন লেয়ারের ফেস মাস্ক, ফেস শিল্ডও দিতে হবে ওই যাত্রীকে, পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ‘ভাইরাস অদৃশ্য কিন্তু করোনা যোদ্ধারা অপরাজেয়’, স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় মোদী
আরও পড়ুন: হু হু করে ছড়াচ্ছে করোনা, সংক্রমণে ৭ নম্বরে ভারত
উল্লেখ্য়, গত ২৫ মে থেকে ভারতে ঘরোয়া বিমান পরিষেবা শুরু হয়েছে। রবিবার, দেশে ১০০৩টি বিমান যাতায়াত করেছে, এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও এখনও আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হয়নি দেশে। আনলক-১ এর তৃতীয় পর্যায়ে এ ব্য়াপারে অগাস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন