Advertisment

'খাতায় ১০০ টাকা রেখে দাও', পড়ুয়াদের 'টোকাটুকির টিপস' দিলেন কলেজের ম্যানেজার

ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেই প্রভীণ মাল নিজে একজন মধুবন এলাকার পুরসভার সদস্যও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামনেই ইউপি বোর্ড পরীক্ষা। সেই পরীক্ষায় শিক্ষার্থীদের টুকলি করার উপায় বাতলে দিলেন ম্যানেজার নিজেই। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে প্রাইভেট কলেজের এক ম্যানেজার পড়ুয়াদের উদ্দেশে বলেছেন কীভাবে টুকলি করতে হবে তাও অর্থের বিনিময়ে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেই প্রভীণ মাল নিজে একজন মধুবন এলাকার পুরসভার সদস্যও।

Advertisment

ভিডিওটি শুট করা হয়েছে ৭ ফেব্রুয়ারি। হরিবংশ মেমোরিয়াল ইন্টার কলেজের ফেয়ারওয়েল জমায়েতের প্রবীণকে বারবার বলতে শোনা যায় যে পরীক্ষায় পাস করতে হলে পরীক্ষকের জন্য খাতায় ১০০ টাকা রেখে দিতেও বলেন তিনি।

ভিডিওতে বলতে শোনা গিয়েছে যে, "আপনারা একে অপরের মধ্যে কথা বলতে এবং লিখতে পারেন। কেউ আপনাদের থামাতে যাবে না। কথা বলা কখনই প্রতারণা বলে বিবেচিত হয় না। নিজেদের মধ্যে প্রশ্ন আলোচনা করে উত্তর লিখুন। শৃঙ্খলা বজায় রাখুন। যদি কেউ টুকলি খুঁজে পায় এবং আপনাকে চড় মারে তবে তা সহ্য করুন। আপনি ঝামেলা করলে শিক্ষকরা গোটা কলেজকে সমস্যায় ফেলে দেবে। আমি এটাও বলব কোনও প্রশ্ন ছাড়বেন না। প্রশ্নগুলি চেষ্টা করুন এবং উত্তর পত্রটিতে ১০০ টাকা রেখে দিন। পরীক্ষক খাতায় না তাকিয়েই এমনই নম্বর দিয়ে দেবেন।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh
Advertisment