Advertisment

Google doodle: প্রতীকি ডুডলে ফাদারহুড উদযাপিত হল গুগলে!

Fathers Day Google Doodle: হ্যাপি ফাদার্স ডে তে গুগল তার ডুডলে উদযাপন করল দিনটিকে। ক্যাথেলিক ইওরোপে ১৯ জুন ফাদার্স ডে হিসেবে পালন করা হলেও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয় দিনটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Google Doodle celebrate Father’s Day!

Fathers Day Google Doodle: আজ রবিবার ডুডলের মাধ্যমে ফাদার্স ডে  উদযাপন করল গুগল। ইওরোপে ১৯ জুন ফাদার্স ডে হিসেবে পালন করা হলেও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয় এই দিনটি। মূলত জুনের তৃতীয় রবিবারটাই পালন করা হয় ফাদার্স ডে হিসেবে। এ বছর এই দিনটিই পরেছে ১৭ জুন অর্থাৎ আজ। গুগলের এই ডুডলে রঙীন হাতের ছাপ আর ডায়ানোসোরের প্রতীকি ও তাই দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত বাবাদের কথা ভেবেই।

Advertisment

শনিবার রাত ১২টার পর থেকেই বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ট্রেন্ড করছে ফাদারস ডে। বাবার সঙ্গে ছবি বা বাবার জন্য শেয়ার করা বিভিন্ন স্টেটাসে আজ ভরে গিয়েছে ফেসবুক, ইনস্টার দেওয়াল। মাদার্স ডে-ত একই রকম ভাবেই গুগল শ্রদ্ধা জানিয়েছিল সমস্ত মা-দের।

এই নির্দিষ্ট দিনে মা বাবাকে নিয়ে মাতামাতির জন্য স্যোশাল মিডিয়া অনেকেই অপছন্দ করেন। তবে মা অথবা বাবা-কে শ্রদ্ধা এবং ভালবাসা জানানোর জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন না হলেও একটা দিন তাঁদের জন্য বিশেষভাবে বরাদ্দ হলে মন্দ কী? ওঁরা যে চিরকালের জন্য সন্তানদের কাছে বিশেষ মানুষ এ কথা সত্যিই বলার অপেক্ষা রাখে না।

HAPPY FATHERS DAY
Advertisment