Punjab Poll 2022: মাস ঘুরলেই পঞ্জাবে বিধানসভা ভোট। উত্তর-পশ্চিমের এই রাজ্য দখলে এখন মরিয়া আম আদমি পার্টি বা আপ। সাম্প্রতিক চণ্ডীগড় পুরনির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উত্থান হয়েছে কেজরিওয়ালের পার্টির। তারপর থেকে পঞ্জাব দখলে আরও আক্রমণাত্মক হতে চাইছে দিল্লির শাসক দল। বুধবার মোহালিতে সাংবাদিক বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অরবিন্দ কেজরিওয়াল।
সেই তালিকায় আছে যুবদের কর্মসংস্থান, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, মাদক কারবার ধংস, মহিলাদের হাত খরচা বাবদ মাসিক হাজার টাকা ভাতা। কেজরিওয়াল বলেন, ‘১৯৬৬ সাল থেকে দফায় দফায় কংগ্রেস এবং শিরোমণি অকালি দল পঞ্জাবে সরকার গড়েছে। ওরা সহযোগী হিসেবে রাজ্যের শাসন করত। তাই কেউ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যথেষ্ট হয়েছে। রাজ্যে আম পঞ্জাবি সরকার দরকার। তাই আপকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। আমি গোটা রাজ্য ঘুরছি এবং মানুষের অভাব-অভিযোগ শুনে একটা ১০ পয়েন্টের পঞ্জাব মডেল তৈরির চেষ্টা করছি।‘
এদিকে, পঞ্জাবে আপ ক্ষমতায় এলে প্রাপ্তবয়স্ক মহিলাদের ১০০০ টাকা হাত খরচা দেবে। সোমবার এই ঘোষণা করেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘মহিলা ভাতা প্রদানে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। যদি আম আদমি পার্টি পঞ্জাবে ক্ষমতায় আসে তবে রূপায়ন করবে। রাজ্যের যে কোনও মহিলার ১৮ বছর হলেই পরিবারপিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার ঢুকবে। বার্ধক্য ভাতা যারা পান, সেই ভাতার সঙ্গে এই হাজার টাকা যুক্ত হয়ে ভাতা ঢুকবে প্রবীণদের ব্যাঙ্কে।‘
দুই দিনের পঞ্জাব সফরে এসে সামাজিক এই প্রকল্প ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নিকে খোঁচা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আজকাল পঞ্জাবে নকল কেজরিওয়াল ঘুরছেন। আমি যা ঘোষণা করি, পরের দিন সেই কেজরিওয়াল তা অনুসরণ করেন। কিন্তু কার্যকর করেন না। তাই নকল কেজরিওয়াল থেকে সাবধান। শুধু আসল কেজরিওয়াল প্রতিশ্রুতি পূরণ করেন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন