Advertisment

বাজার বিকিকিনি অনলাইন করতে পোর্টাল চালু করছে রাজ্য! লক্ষ্য রাজস্ব বাড়ানো

Delhi: 'বাজার পোর্টালের মাধ্যমে রাজ্যজুড়ে রাজস্ব আয়, জিএসটি সংগ্রহ এবং কর্মসংস্থান বাড়বে।‘ কীভাবে কাজ করবে এই পোর্টাল?

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Government Online Trading

খোলা বাজারের পণ্য এই পোর্টালে পাওয়া যাবে। ফাইল ছবি

Delhi: দিল্লি সরকারের রাজস্ব এবং জিএসটি সংগ্রহ বাড়াতে বড়সড় উদ্যোগ নিল আপ সরকার। রাজ্যের সব ব্যবসায়ী, দোকানি এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্তদের এক ছাতার তলায় আনা হবে। আর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ‘দিল্লি বাজার’ পোর্টাল চালু করবে কেজরিওয়াল সরকার। বুধবার এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামি বছর অগাস্টের মধ্যে এই উদ্যোগ দিনের আলো দেখবে। এমনটাই জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে নয়া দিল্লির ব্যবসায়ী, দোকানি এবং পরিষেবা প্রদানকারীদের এই পোর্টালের আওতায় আনা হবে। এমনটাই দিল্লি সচিবালয় সূত্রে খবর।

Advertisment

মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি বাজার পোর্টালের মাধ্যমে রাজ্যজুড়ে রাজস্ব আয়, জিএসটি সংগ্রহ এবং কর্মসংস্থান বাড়বে।‘ কীভাবে কাজ করবে এই পোর্টাল? মুখ্যমন্ত্রী বলেন, ‘উদ্যোগপতি থেকে ছোট ব্যবসায়ী, দোকানি থেকে পরিষেবা প্রদানকারী, প্রত্যেকেই এই পোর্টালে জায়গা পাবেন। তাঁদের পণ্য বিপণনের খাতিরে তুলে ধরতে পারবেন। সেই পণ্য দিল্লি-সহ দেশ এবং বিশ্বেও দৃশ্যমান হবে। পৃথিবীর যেকোনও জায়গায় বসে এই পোর্টাল দেখে গ্রাহকেরা পছন্দসই পণ্য কিনতে পারবেন।‘  

সুত্রের খবর, আলপিন থেকে পান, দুধ থেকে দই, শাক থেকে সবজি, সুতো থেকে কাপর—সব ধরনের পণ্যই এই পোর্টালে খুঁজলেই পাওয়া যাবে। ইচ্ছুক বণিক, ব্যবসায়ী, দোকানি—যে কেউ এই পোর্টালে অন্তর্ভুক্ত হতে পারে। এদিকে, অযোধ্যার রামমন্দির নির্মাণস্থলে গত মাসে প্রার্থনা সারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অযোধ্যা সফরের দ্বিতীয় দিনে কেজরিওয়াল রামমন্দির নির্মাণস্থল পরিদর্শন করেন। পুজো দেন পাশের হনুমানগড় মন্দিরেও। দিল্লি সরকারের তীর্থযাত্রা প্রকল্পে অযোধ্যার রামমন্দির যাত্রা বিনামুল্যে করা হবে। এই সফরে ঘোষণা করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, রামলালার সামনে মাথা নোয়াতে পেরেছি। আমি মনে করি সবার এই সুযোগ পাওয়া উচিত। আমার সামর্থ্যে যতটুকু রয়েছে চেষ্টা করব, সেটা দিয়ে যাতে আরও বেশি সংখ্যক মানুষ রামমন্দির দর্শন করতে পারেন।‘

তিনি জানান, ‘আমি প্রভু রামের কাছে সুস্থ ভারত প্রার্থনা করেছি। প্রত্যেক নাগরিকের সুস্বাস্থ্য এবং সাবলম্বী ভারতের জন্য প্রার্থনা করেছি।‘ তাঁর প্রতিশ্রুতি, ‘রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকে অযোধ্যা যাত্রাকে বিনামূল্যে তীর্থযাত্রা প্রকল্পের আওতায় আনতে সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লিতে মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা রয়েছে। সেই প্রকল্পের আওতায় রাজ্যের পুন্যার্থীরা বিনামূল্যে পুরী, দ্বারকা, মথুরা, বৈষ্ণো দেবীর মতো তীর্থস্থান দর্শন করতে পারেন। সেই তীর্থস্থানের তালিকায় নতুন সংযোজন হবে রাম জন্মভূমি।‘

তবে রাজনীতিবিদরা বলেছেন, উত্তর প্রদেশে খাতা খুলতে মরিয়া আম আদমি পার্টি। ইতিমধ্যে পঞ্জাব ও গোয়ায় কোমর বেঁধেছে দিল্লির শাসক দল। ভালো ফলের আশা রয়েছে গুজরাতেও। এবার তাই গো-বলয়ের অন্যতম বড় রাজ্য উত্তর প্রদেশে ভোটে লড়তেই অযোধ্যা দিয়েই পরোক্ষে প্রচার শুরু করলেন কেজরিওয়াল। এমনটাই আপ সূত্রে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejariwal Delhi government GST Collection Bazar Portal
Advertisment