scorecardresearch

ধার্মিক ব্যক্তিরা সিপিএম-র সদস্যপদ পেতেই পারে: কে বালকৃষ্ণান

Kerala: দলের সংবিধানে এমন কোনও নিদান দেওয়া নেই।

ধার্মিক ব্যক্তিরা সিপিএম-র সদস্যপদ পেতেই পারে: কে বালকৃষ্ণান

Kerala: ধার্মিক মানুষদের নিয়ে কোনও সমস্যা নেই সিপিএম-র। দলের সংবিধানে এমন কোনও নিদান দেওয়া নেই। সিপিএম জেলা কমিটির সম্মেলনে এই মন্তব্য করেছেন কেরল সিপিএম-র রাজ্য সম্পাদক কে বাল কৃষ্ণান।

তিনি বলেন, ‘ধার্মিক মানুষ সিপিএম প্রার্থী পদ পেলে তার ধর্মচর্চায় বাধা নেই। কোনও ধর্ম বা বিশ্বাসের বিরোধী নয় সিপিএম।’

নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে এই নেতা জানান, লেনিনও একবার বলেছিলেন যাযকেরাও কম্যুনিস্ট পার্টি যোগ দিতে পারে। কিন্তু উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রচার করার চেষ্টা হয় ধর্ম বিরোধী সিপিআইএম।

কেরলে কংগ্রেস জোটের দল আইইউএমএল-কে কটাক্ষ করে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে গড়া দল আইইউএমএল। জামাত- ই-ইসলামির আদর্শে বিশ্বাসী। তাই ওই দলে বিশ্বাসী দের মধ্যে ক্রমেই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আইইউএমএল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Keral cpm leader wooes religious people to join party national