Kerala Air India Express plane crash live Updates: কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লক্ষ ও যাঁদের চোট সামান্য তাঁদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র।
শুক্রবার রাতে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স- ১৩৪৪। শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় বিমানটি পিছলে একটি খাদে পড়ে। দুর্ঘটনায় বিমানের পাইলট, কো-পাইলট-সহ অন্তত ১৮ জনের মৃত্য হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ক্রু সদস্য-সহ মোট ১৯০ জন যাত্রী ছিলেন।
শনিবার বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়ল তা এই ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে বলা সম্ভব। বিমান দুর্ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী। এদিন, দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Kerala Air India Express plane crash live Updates: কেরালায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সব আপডেট রইল এখানে, Follow the Live Updates here:
কেরালা বিমান বিপর্যয়কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, নিহতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লাখ ও যাঁদের চোট সামান্য সেই সব যাত্রীপিছু ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।
কেরালা বিমান বিপর্যয়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নানান বিষয়ে তদন্তে অনুসন্ধান হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কোঝিকোড়ের দুর্ঘনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। এয়ার ইন্ডিয়া ও বিমান বন্দগর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। কীভাবে দুর্ঘনা ঘটল এয়ার পোর্ট অথরিটি তাঁকে তা জানিয়েছেন বলে টুইটে লিখেছেন মন্ত্রী।
Visited the crash site at #Calicut Airport. Officials of @airindiain and AAI briefed on how the accident had occurred. The investigation is on to ascertain various aspects of the crash.@narendramodi @AmitShah @HardeepSPuri @JPNadda @surendranbjp @MoCA_GoI @MEAIndia pic.twitter.com/yiU3f7EZJH
— V Muraleedharan (@VMBJP) August 8, 2020
কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোঝিকোড়ে পৌঁছেছেন। প্রথমেই বিমান দুর্ঘনায় জখম হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।
কোঝিকোড় বিমানবন্দরের এই অংশেই শুক্রবার বিমান দুর্ঘটনা ঘটে। (দুর্ঘটনাস্থলের পুরনো ছবি)
কোঝিকোড়ে টেবিলটপ বিমানবন্দরের রানওয়ে নিয়ে সমস্যার কথা এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সোমবার ফেসবুকে পোস্ট করে এই দাবি করেছেন ইন্ডিগো বিমানের চালক আনন্দ মোহন রাজ। যা ইতিমধ্যেই ভাইরাল। পাইলট আনন্দ মোহন রাজ জানিয়েছেন যে, 'কারিপুর বিমানবন্দরে আলোর ব্যবস্থা খুবই খারাপ। ব্রেকিং কনডিশনে নিয়মিত নজরদারি করা হয় না।' তিনি জানিয়েছেন, 'রাতে বা খুব হাওয়ায় বৃষ্টিতে টেবিলটপ বিমানবন্দরে বিমান অবতরণ করানো পাইলটদের কাছে দুঃস্বপ্নের।' গত বছর একাধিকবার ওই বিমানবন্দরে বিমান অবতরণ করানোর পর কর্তৃপক্ষকে সেকথা জানিয়েছিলেন মোহনরাজ। তাঁর কথায়, বিমান পরিবহনে সুরক্ষার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পায়।
পাইলট আনন্দ মোহন রাজের ফেসবুক পোস্ট
বিমান বিপর্য়ে যাঁরা উদ্ধারকাজ করেছেন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা অতিমারীর কথা বিবেচনা করে শনিবার এই নির্দেশ দিয়েছে কেরালা স্বাস্থ্য দফতর। যেখানে বিপর্যয় ঘটেছে সেই কোনদট্টি এলাকা কনটেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত। এখানে পজিটিভের হার অত্যন্ত বেশি। ওই বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা হচ্ছে। উদ্ধারকারীদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ শনিবার সকালে কোঝিকোড়ে পৌঁছান।
ছবি: কেরালা সরকার
'উদ্ধারকাজের জন্য দিল্লি ও মুম্বই থেকে দু'টি বিমানের অয়োজন করা হয়েছে। মানবিক কারণে যাত্রী ও তাঁদের পরিবারকে সহায়তার জন্য এই উদ্যোগ। এয়ারক্র্যাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও বিমান সুরক্ষা দফতর দুর্ঘটনার তদন্ত করবে।' এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
কোঝিকোড় বিমানবন্দরে বিপর্যস্ত দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪।ছবি: কেরালা সরকার
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানালেন, ''উদ্ধারকাজ শেষ হয়েছে। সমস্ত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে''
Update on Kozhikode #crash
Evacuation completed.
Malappuram collector has informed that the rescue operations at the site have been completed.
Air india flight AXB1344 (@DXB to CCJ) had 190 passengers.
They all have been transferred to hospitals in Malappuram and Kozhikode.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020
কেরালায় বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।
Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.
— Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020
মৃতদের পরিবারকে সমবেদনা কেরালার রাজ্য়পালের। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। Hon'ble Governor Shri Arif Mohammed Khan expressed deep sorrow and shock at the crashlanding of Air IndiaExpress flight at Karipur. "Very sad to know of this mishap.All our feelings are with the passengers and their families. Govt is taking all steps"he said:PRO,KeralaRajBhavan— Kerala Governor (@KeralaGovernor) August 7, 2020
বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের।
<
Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020
দুর্ঘটনাস্থলের প্রাথমিক ছবিতে দেখা গিয়েছে, বিমানটি দু’টুকরো হয়ে গিয়েছে। সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি। প্রবল বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে গিয়ে রানওয়ে সংলগ্ন রাস্তার ৩৪ ফিট নীচে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ বিমানটি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, কেরালায় বিমান বিপর্যয়: কীভাবে ঘটল দুর্ঘটনা?
দুর্ঘটনার তদন্ত করা হবে, জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।
Deeply anguished & distressed at the air accident in Kozhikode.
The @FlyWithIX flight number AXB-1344 on its way from Dubai to Kozhikode with 191 persons on board, overshot the runway in rainy conditions & went down 35 ft. into a slope before breaking up into two pieces.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 7, 2020
0495-2376901 (যাত্রীদের পরিজনদের জন্য় হেল্পলাইন নম্বর)
0483-2719493 (কোঝিকোড় বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)
0097165970303 ( শারজাহ বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)
009710565463903 (দুবাই বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)
009710543090572 (দুবাই বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)
কেরালায় বিমান দুর্ঘটনায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ''কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য় করা হচ্ছে''। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন।
Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 7, 2020
Air India Express Flight No IX 1344 from Dubai to Calicut skidded off the runway.We pray for well being of passengers and crew and will keep you updated as and when we receive further updates.Our helplines 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575 @MOS_MEA @IndembAbuDhabi
— India in Dubai (@cgidubai) August 7, 2020
টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য় কামনা করছি''।
Shocked at the devastating news of the plane mishap in Kozhikode. Deepest condolences to the friends and family of those who died in this accident. Prayers for the speedy recovery of the injured.
— Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2020
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ''কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজের জন্য় এনডিআরএফ-কে নির্দেশ দিয়েছি''।
Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.
Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.
— Amit Shah (@AmitShah) August 7, 2020
টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য় কামনা করছি''।
দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী।
শুক্রবার রাতে কেরালার কোঝিকোরে সাক্ষী হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনার। টেবিলটপ রানওয়ে না কি পাইলটের ভুল? কোন হিসেবের গোলমালে দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। কেন প্রাণ হারালেন পাইলট-সহ ১৮ জন যাত্রী? উত্তর খুঁজে পেতে ‘ব্ল্যাক বক্স’-এই আস্থা রেখেছিলেন তদন্তকারীরা। অবশেষে ৭৩৭-৮০০ বোয়িং বিমানটির ভগ্নাবশেষ থেকে শনিবার উদ্ধার হল ‘ব্ল্যাক বক্স’। কিন্তু এই বক্সটি বিমান দুর্ঘটনার তদন্তে এত গুরুত্বপূর্ণ কেন? বিস্তারিত পড়ুন
কোঝিকোড়ে বিমান দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন।