Advertisment

Kerala Air India Express plane crash live Updates: LIVE: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

Kerala Air India Express plane crash live Updates: দুর্ঘটনায় বিমানের দু’জন পাইলট সহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোঝিকোড়ে ভয়াবহ বিমান বিপর্যয়

Kerala Air India Express plane crash live Updates: কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লক্ষ ও যাঁদের চোট সামান্য তাঁদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র।

Advertisment

শুক্রবার রাতে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স- ১৩৪৪। শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় বিমানটি পিছলে একটি খাদে পড়ে। দুর্ঘটনায় বিমানের পাইলট, কো-পাইলট-সহ অন্তত ১৮ জনের মৃত্য হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ক্রু সদস্য-সহ মোট ১৯০ জন যাত্রী ছিলেন।

শনিবার বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়ল তা এই ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে বলা সম্ভব। বিমান দুর্ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী। এদিন, দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Kerala Air India Express plane crash live Updates: কেরালায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সব আপডেট রইল এখানে, Follow the Live Updates here:














npublive-image" id="lbcontentbody">
18:28 (IST)08 Aug 20





















দুর্ঘটনাস্থলে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী।

publive-image

publive-image

" id="lbcontentbody">
17:59 (IST)08 Aug 20





















বিমান দুর্ঘটনা তদন্তে কেন ‘ব্ল্যাক বক্স’ এত গুরুত্বপূর্ণ?

শুক্রবার রাতে কেরালার কোঝিকোরে সাক্ষী হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনার। টেবিলটপ রানওয়ে না কি পাইলটের ভুল? কোন হিসেবের গোলমালে দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। কেন প্রাণ হারালেন পাইলট-সহ ১৮ জন যাত্রী? উত্তর খুঁজে পেতে ‘ব্ল্যাক বক্স’-এই আস্থা রেখেছিলেন তদন্তকারীরা। অবশেষে ৭৩৭-৮০০ বোয়িং বিমানটির ভগ্নাবশেষ থেকে শনিবার উদ্ধার হল ‘ব্ল্যাক বক্স’। কিন্তু এই বক্সটি বিমান দুর্ঘটনার তদন্তে এত গুরুত্বপূর্ণ কেন? বিস্তারিত পড়ুন

publive-image

" id="lbcontentbody">
17:13 (IST)08 Aug 20





















দুর্ঘটনাস্থলে কেরালার মুখ্য়মন্ত্রী

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন।

publive-image

" id="lbcontentbody">
15:29 (IST)08 Aug 20





















দুর্ঘটনাস্থলে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনাস্থলে কেরালার  রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

publive-image

14:26 (IST)08 Aug 20





















বিমান বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

কেরালা বিমান বিপর্যয়কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, নিহতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লাখ ও যাঁদের চোট সামান্য সেই সব যাত্রীপিছু ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

13:22 (IST)08 Aug 20





















বিমান বিপর্যয়ের তদন্ত শুরু

কেরালা বিমান বিপর্যয়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নানান বিষয়ে তদন্তে অনুসন্ধান হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কোঝিকোড়ের দুর্ঘনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। এয়ার ইন্ডিয়া ও বিমান বন্দগর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। কীভাবে দুর্ঘনা ঘটল এয়ার পোর্ট অথরিটি তাঁকে তা জানিয়েছেন বলে টুইটে লিখেছেন মন্ত্রী।

13:16 (IST)08 Aug 20





















ব্ল্যাক বক্স উদ্ধার

শনিবার বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়ল তা এই ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে বলা সম্ভব।

" id="lbcontentbody">
13:14 (IST)08 Aug 20





















কোঝিকোড়ে কেরালার রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোঝিকোড়ে পৌঁছেছেন। প্রথমেই বিমান দুর্ঘনায় জখম হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

publive-image

" id="lbcontentbody">
11:44 (IST)08 Aug 20





















কোঝিকোড় বিমানবন্দরের দুর্ঘটনাস্থল

কোঝিকোড় বিমানবন্দরের এই অংশেই শুক্রবার বিমান দুর্ঘটনা ঘটে। (দুর্ঘটনাস্থলের পুরনো ছবি)

publive-image

nপাইলট আনন্দ মোহন রাজের ফেসবুক পোস্ট" id="lbcontentbody">
11:42 (IST)08 Aug 20





















টেবিলটপ বিমানবন্দরের সমস্যার কথা আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, দাবি ইন্ডিগো বিমানের পাইলটের

কোঝিকোড়ে টেবিলটপ বিমানবন্দরের রানওয়ে নিয়ে সমস্যার কথা এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সোমবার ফেসবুকে পোস্ট করে এই দাবি করেছেন ইন্ডিগো বিমানের চালক আনন্দ মোহন রাজ। যা ইতিমধ্যেই ভাইরাল। পাইলট আনন্দ মোহন রাজ জানিয়েছেন যে, 'কারিপুর বিমানবন্দরে আলোর ব্যবস্থা খুবই খারাপ। ব্রেকিং কনডিশনে নিয়মিত নজরদারি করা হয় না।' তিনি জানিয়েছেন, 'রাতে বা খুব হাওয়ায় বৃষ্টিতে টেবিলটপ বিমানবন্দরে বিমান অবতরণ করানো পাইলটদের কাছে দুঃস্বপ্নের।' গত বছর একাধিকবার ওই বিমানবন্দরে বিমান অবতরণ করানোর পর কর্তৃপক্ষকে সেকথা জানিয়েছিলেন মোহনরাজ। তাঁর কথায়, বিমান পরিবহনে সুরক্ষার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পায়।

publive-image

পাইলট আনন্দ মোহন রাজের ফেসবুক পোস্ট

10:36 (IST)08 Aug 20





















ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার

ককপিট ভয়েস রেকর্ডার পুনরুদ্ধার করতে ফ্লোরবোর্ড কাটার সময় বিমানের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক আধিকারিক।

09:41 (IST)08 Aug 20





















উদ্ধারকারীদের কোয়ারেন্টিনে যেতে হবে: কেরালা স্বাস্থ্য দফতর

বিমান বিপর্য়ে যাঁরা উদ্ধারকাজ করেছেন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা অতিমারীর কথা বিবেচনা করে শনিবার এই নির্দেশ দিয়েছে কেরালা স্বাস্থ্য দফতর। যেখানে বিপর্যয় ঘটেছে সেই কোনদট্টি এলাকা কনটেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত। এখানে পজিটিভের হার অত্যন্ত বেশি। ওই বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা হচ্ছে। উদ্ধারকারীদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

nছবি: কেরালা সরকার" id="lbcontentbody">
09:35 (IST)08 Aug 20





















কোঝিকোড়ে বিদেশ প্রতিমন্ত্রী

বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ শনিবার সকালে কোঝিকোড়ে পৌঁছান।

publive-image

ছবি: কেরালা সরকার

08:47 (IST)08 Aug 20





















আজ কারিপুর যাবেন কেরালার রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

আজ কারিপুরে যাবেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুক্রবার সন্ধ্যায় এই কারিপুরেই দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪ অবতরণের সময় পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

08:17 (IST)08 Aug 20





















উদ্ধারকাজে দিল্লি-মুম্বই থেকে বিমান

'উদ্ধারকাজের জন্য দিল্লি ও মুম্বই থেকে দু'টি বিমানের অয়োজন করা হয়েছে। মানবিক কারণে যাত্রী ও তাঁদের পরিবারকে সহায়তার জন্য এই উদ্যোগ। এয়ারক্র্যাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও বিমান সুরক্ষা দফতর দুর্ঘটনার তদন্ত করবে।' এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

ছবি: কেরালা সরকার" id="lbcontentbody">
08:12 (IST)08 Aug 20





















এখন এই অবস্থায় বিপর্যস্ত বিমান

কোঝিকোড় বিমানবন্দরে বিপর্যস্ত দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪।publive-imageছবি: কেরালা সরকার

00:01 (IST)08 Aug 20





















উদ্ধারকাজ সম্পূর্ণ: কেরালার মুখ্যমন্ত্রী

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানালেন, ''উদ্ধারকাজ শেষ হয়েছে। সমস্ত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে''

23:59 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ ইমরান খানের

কেরালায় বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।

23:52 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৭

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৭। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট ও কো-পাইলট।

23:42 (IST)07 Aug 20





















মৃতদের পরিবারকে সমবেদনা: কেরালার রাজ্যপাল

মৃতদের পরিবারকে সমবেদনা কেরালার রাজ্য়পালের। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। Hon'ble Governor Shri Arif Mohammed Khan expressed deep sorrow and shock at the crashlanding of Air IndiaExpress flight at Karipur. "Very sad to know of this mishap.All our feelings are with the passengers and their families. Govt is taking all steps"he said:PRO,KeralaRajBhavan— Kerala Governor (@KeralaGovernor) August 7, 2020

" id="lbcontentbody">
23:39 (IST)07 Aug 20





















এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিবৃতি

publive-image

23:34 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৫
 

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৫। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট ও কো-পাইলট।

23:13 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা শচিনের

বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের। 

<

" id="lbcontentbody">
23:06 (IST)07 Aug 20





















কেরালায় বিমান বিপর্যয়: কীভাবে ঘটল দুর্ঘটনা?

দুর্ঘটনাস্থলের প্রাথমিক ছবিতে দেখা গিয়েছে, বিমানটি দু’টুকরো হয়ে গিয়েছে। সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি। প্রবল বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে গিয়ে রানওয়ে সংলগ্ন রাস্তার ৩৪ ফিট নীচে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ বিমানটি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, কেরালায় বিমান বিপর্যয়: কীভাবে ঘটল দুর্ঘটনা?

publive-image

23:00 (IST)07 Aug 20





















দুর্ঘটনার তদন্ত করা হবে: অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী

দুর্ঘটনার তদন্ত করা হবে, জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।

22:50 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট। 

22:34 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১১
 

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১১। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট। 

22:27 (IST)07 Aug 20





















একনজরে হেল্পলাইন নম্বর

0495-2376901 (যাত্রীদের পরিজনদের জন্য় হেল্পলাইন নম্বর)

0483-2719493 (কোঝিকোড় বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)

0097165970303 ( শারজাহ বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)

009710565463903 (দুবাই বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)

009710543090572 (দুবাই বিমানবন্দরে কন্ট্রোল রুম নম্বর)

22:18 (IST)07 Aug 20





















বিমানের সব যাত্রী উদ্ধার

বিমানের সব যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসাপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

22:16 (IST)07 Aug 20





















কেরালার মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা মোদীর

কেরালায় বিমান দুর্ঘটনায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ''কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য় করা হচ্ছে''। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন।

22:08 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৫

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৫। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট। 

21:58 (IST)07 Aug 20





















দুবাইয়ে চালু হেল্পলাইন নম্বর

21:55 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৪

কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৪। মৃতদের মধ্য়ে রয়েছেন পাইলট। 

21:52 (IST)07 Aug 20





















মৃতদের পরিবারকে সমবেদনা রাহুলের

টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য় কামনা করছি''।

21:51 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় টুইট অমিত শাহের

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ''কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজের জন্য় এনডিআরএফ-কে নির্দেশ দিয়েছি''।

21:48 (IST)07 Aug 20





















বিমান দুর্ঘটনায় মৃত পাইলট-সহ ৩

কেরালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় পাইলট ও আরও ২ জনের মৃত্য়ু হয়েছে। 

21:48 (IST)07 Aug 20





















পুলিশ ও দমকল বাহিনীকে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিজয়নের

কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ''পুলিশ ও দমকল বাহিনীকে দ্রুত পদক্ষেপ করতে বলেছি। উদ্ধারকাজের জন্য় আধিকারিকদেরও নির্দেশ দিয়েছি''।

21:47 (IST)07 Aug 20





















কেরালায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, আহত অনেকে

কেরালায় বিমান দুর্ঘটনায় জখমদের মালাপ্পুরম ও কোঝিকোড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ''কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজের জন্য় এনডিআরএফ-কে নির্দেশ দিয়েছি''। কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ''পুলিশ ও দমকল বাহিনীকে দ্রুত পদক্ষেপ করতে বলেছি। উদ্ধারকাজের জন্য় আধিকারিকদেরও নির্দেশ দিয়েছি''।

টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য় কামনা করছি''।

national news
Advertisment