Advertisment

দেশে মোট করোনা সংক্রমণের ৩১ শতাংশই কেরলের

কেরলের আক্রান্তের সংখ্যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে মোট সংক্রমণের প্রায় ৩১ শতাংশ’ই দখল করে রয়েছে কেরল

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। যা গতকালের তুলনায় যা অনেকটা কম। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।

Advertisment

এদিকে কেরলের আক্রান্তের সংখ্যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে  ভারতের নতুন কোভিড -১৯ আক্রান্তের মধ্যে ৩১ শতাংশই কেরলের। নতুন কোভিড আক্রান্তের মধ্যে, ৬৫.১৯ শতাংশই পাঁচটি রাজ্য থেকে রিপোর্ট করা হয়েছে যেখানে শুধুমাত্র কেরালায় আক্রান্তের সংখ্যা ৩১.২১ শতাংশ। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে কেরলে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৩ হাজার ৫৩৮ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ লক্ষ ৪৪ হাজার ৬৫৪। আগের দিনের থেকে সংক্রমণ কিছুটা কম হলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪৪ জন। সেই সঙ্গে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৭৪০ জন।

এদিকে সংক্রমণ ঠেকাতে কেরল সরকারের তরফে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নয়া নিয়ম জারী হয়েছে। তে বলা হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের উপসর্গ খেয়াল রাখতে হবে। কোন যাত্রীর মধ্যে করোনার সামান্যতম উপসর্গ থাকে তবে তাকে করতে হবে আরটিপিসিআর টেস্ট। রিপোর্ট পজিটিভ এলে পরবর্তী পদক্ষেপ অনুসরণ করতে হবে। এছাড়াও, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের অবশ্যই সাত দিনের জন্য তাদের স্বাস্থ্যের স্ব-নিরীক্ষণ চালিয়ে যেতে হবে।

Advertisment