Advertisment

কেরালার বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহে মঞ্চে গাইলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

মঞ্চে উঠে কুরিয়ানের সঙ্গে 'উই শ্যাল ওভারকাম' এবং 'হাম হোঙ্গে কামইয়াব' এ গলা মেলালেন বিচারপতি কে এম জোসেফ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঞ্চে মোহিত চৌহানের সঙ্গে বিচারপতি কুরিয়ান

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করতে সোমবার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন দিল্লির সাংবাদিকরা। সেই মঞ্চেই মাইক হাতে নিয়ে গাইতে শোনা গেল বিচারপতি জোসেফ কুরিয়ান এবং বিচারপতি কে এম জোসেফকে। সোমবার সুপ্রিম কোর্ট চত্বরের কাছেই 'ইন্ডিয়ান সোসাইটি ফর ইন্টারন্যাশানাল ল'-এর প্রেক্ষাগৃহে  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র ছাড়াও গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন  আদালত সাংবাদিকদের আয়জিত সেই অনুষ্ঠানে।

Advertisment

মঞ্চে উঠে জোসেফ কুরিয়ানের সঙ্গে 'উই শ্যাল ওভারকাম' এবং 'হাম হোঙ্গে কামইয়াব'- এ গলা মেলালেন বিচারপতি কে এম জোসেফ। তাঁকে যে একরকম জোর করেই ধরে এনেছেন বিচারপরি কুরিয়ান, সে কথাও মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের বলেন তিনি। আরও বলেন, "কেরালার মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো প্রয়োজন। ভারতীয় সংবিধানের ৫১ এ ধারা সে কথাই বলে।"

মঞ্চে কণ্ঠশিল্পী মোহিত চৌহানের সঙ্গে গলা মিলিয়ে বিচারপতি একটি মালায়ালাম গান ধরতেই হাতালিতে ফেটে পড়েন শ্রোতারা। গাইলেন "মধুবন খুশবু দেতা হ্যায়''। রসিকতা করলেন নিজের হিন্দি উচ্চারণে মাতৃভাষা মালায়ালাম টান নিয়েও। অনুষ্ঠান চলাকালীন বিচারপতি জোসেফ কুরিয়ান জানিয়ে দেন ৩০ আগস্ট তৃতীয় দফায় কেরালার জন্য সংগ্রহ করা ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র এদিন বলেন, "এই অনুষ্ঠানকে অনেকে উদযাপন বলে ভুল করলেও এটা কিন্তু আসলে তা না, দুর্গতদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছি আমরা"। শ্রোতার আসনে উপস্থিত ছিলেন বিচারপতি এম বি লকুর, বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পিঙ্কি আনন্দ, প্রমুখেরা।

kerala supreme court
Advertisment