ভয়াবহ বন্যায় তাঁর রাজ্য যে বড় বিপর্যয়ের শিকার হয়েছে , তা এদিন বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বললেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বন্যায় দক্ষিণের সে রাজ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির হিসেব জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের বন্যা বিপর্যয়ের ক্ষতির হিসেবনিকেশ বলতে গিয়ে কেরালার মুখ্যমন্ত্রী জানালেন যে, বন্যায় যা ক্ষতি হয়েছে তা রাজ্যের বার্ষিক পরিকল্পনা খাতে টাকার থেকেও অনেকটা বেশি।
এদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পিনারাই বিজয়ন জানান যে, বৃষ্টি, বন্যা মিলিয়ে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে কেরালায়। এখনও ১৪ জনের কোনও হদিশ মেলেনি। প্রায় ১৪০ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
আরও পড়ুন,বন্যা বিপর্যয় কাটিয়ে ফের বিমান নামল কোচিতে
অন্যদিকে, এ মাসের শুরুতে চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল কেরালার মুখ্যমন্ত্রীর। রাজ্যে বন্যা বিপর্যয়ের জেরে আমেরিকা সফর বাতিল করেছেন পিনারাই বিজয়ন। এ যুগের ভয়াবহ বন্যায় সে রাজ্যে উদ্ধারকাজে যাঁরা হাত লাগিয়েছেন তাঁদের এদিন স্যালুট জানান তিনি।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকার সাহায্য প্রসঙ্গে নাম না করে কেরালার মুখ্যমন্ত্রী এদিন বলেন যে, বিদেশ থেকে যাঁরা আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণ করা যায় কিনা, সে ব্যাপারে তাঁর সরকার আইনি দিক খতিয়ে দেখবে। বন্যা বিধ্বস্ত কেরালাকে সংযুক্ত আরবআমিরশাহী ৭০০ কোটি টাকা আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছিলেন পিনারাই বিজয়ন। যদিও তার সত্যতা নিয়ে পরে বিতর্ক বাধে। এমনকি, দেশের দুর্যোগ সহায়তা নীতি অনুযায়ী বিদেশের কোনও আর্থিক সাহায্য কেরালা গ্রহণ করতে পারবে না বলেও জানা যায়।