Advertisment

বানভাসি কেরালার পাশে পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্য, প্রত্যাহৃত রেড অ্যালার্ট

চলতি মাসের ৯ তারিখের পর এই প্রথমবার রেড অ্যালার্ট তুলে নেওয়া হল কেরালায়। বৃষ্টিতে ভয়াল বন্যায় কার্যত জলের তলায় দক্ষিণের ওই রাজ্য। সে রাজ্যের ১৪টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
kerala floods, কেরালায় বন্য়া

অবশেষে কেরালায় প্রত্য়াহার করা হল লাল সতর্কতা। ফাইল ছবি।

বানভাসি কেরালার জন্য যেন খানিকটা স্বস্তি মিলল। একদিকে চলতি মাসের ৯ তারিখের পর প্রথমবার রেড অ্যালার্ট তুলে নেওয়ায় যেমন হাঁফ ছেড়ে বেঁচেছেন দুর্গতরা। অন্যদিকে ভয়াবহ বন্যায় দক্ষিণের এই রাজ্যে কয়েক হাজার কোটি টাকার লোকসানের হাত থেকে বাঁচাতে পাশে দাঁড়িয়েছে অন্য রাজ্যগুলিও। ভয়াল বন্যা পরিস্থিতিতে সে রাজ্যে ১৯ হাজার ৫১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যেমন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে, তেমনই অন্য রাজ্যগুলিও কেরালার পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Advertisment

বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের মতো হাত বাড়িয়েছে অন্যান্য রাজ্যও। কেরালার দুর্দশার কথা মাথায় রেখে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন এ রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরালাবাসীর জন্য ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছে দিল্লি সরকার। অন্ধ্রপ্রদেশ সরকার ৫ কোটি টাকা দেবে বলে ঘোষণা করেছে। কেরালার পাশে দাঁড়িয়েছে আরেক দক্ষিণের রাজ্য কর্নাটক। কুমারস্বামীর সরকার কেরালার জন্য় ১০ কোটি টাকা সাহায্য়ের ঘোষণা করেছেন। তেলঙ্গানা সরকার বলেছে তারা ২৫ কোটি টাকা দেবে। নবীন পট্টনায়েকের সরকার ৫ কোটি টাকা সাহায্য় করবে বলে জানিয়েছে। পাঞ্জাব, তামিলনাড়ু ও হরিয়ানার তরফেও ১০ কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বন্যায় ত্রাণের জন্য ১ কোটি টাকা অনুদান করেছেন অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল। কেরালার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রীও।

গতকাল কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সে রাজ্যের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বন্যায় কেরালায় মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদি। বন্যার জেরে যাঁরা আহত হয়েছেন, তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে হয়েছে।



আরও পড়ুন, বন্য়াদুর্গতদের পাশে দাঁড়াতে মেয়ের বাগদান বাতিল করলেন সাংবাদিক

নতুন করে আর পরিস্থিতি প্রতিকূল না হলে আগামিকাল থেকেই কোচি নৌ ঘাঁটিতে বিমান পরিষেবা শুরু করা হবে বলে জানা গিয়েছে। বন্য়া দুর্গতদের উদ্ধারকাজের জন্যই কোচি নৌ ঘাঁটিতে বিমান পরিষেবা শুরু করা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। এদিকে এ যুগের সবথেকে ভয়াবহ বন্য়ায় বানভাসি কেরালায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গতকাল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে হেলিকপ্টারে করে আকাশ পথে সে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

kerala national news
Advertisment