Advertisment

ধর্মঘটে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বেআইনি, জানাল কেরল হাইকোর্ট

কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ, সরকারি কর্মচারীরা ধর্মঘট করতে পারেন না। তাঁরা প্রশাসনের অঙ্গ।

author-image
IE Bangla Web Desk
New Update
kerala hc

কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলো। বামশাসিত কেরলের সরকারি কর্মীরাও সেই ধর্মঘটে শরিক হয়েছেন। যেমন অতীতে পশ্চিমবঙ্গ দেখেছে ধর্মঘটে সরকারি কর্মচারীদের অংশ নিতে। অতীতে এসব ক্ষেত্রে ন্যায়বিচারের প্রতিমূর্তি আদালতকে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে। এবার একই ছবি দেখা গেল বামশাসিত কেরলেও। সেখানেও দু'দিন ধরে ডাকা ধর্মঘটের প্রথমদিন, সোমবার অংশ নিয়েছেন সরকারি কর্মচারীরা।

Advertisment

তাতে ক্ষুব্ধ আদালত। কেরল হাইকোর্ট নির্দেশ দিল, সরকারি কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবেন না। গত ২২ মার্চ শ্রমিক সংগঠনগুলো বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল। শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং জনবিরোধী। পাশাপাশি, দেশবিরোধী নীতিও গ্রহণ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়েই তারা ধর্মঘটের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন।

কিন্তু, কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ, সরকারি কর্মচারীরা ধর্মঘট করতে পারেন না। তাঁরা প্রশাসনের অঙ্গ। প্রশাসন রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করার ব্যাপারে দায়বদ্ধ। আর, প্রশাসন সবসময় নিরপেক্ষ। সেই কারণেই তাদের ধর্মঘট করার কোনও অধিকার নেই। প্রশাসনের কর্মীদের ধর্মঘটে অংশগ্রহণ আসলে প্রশাসনেরই বিরোধিতা। কর্মচারীরা কীভাবে তাদের কর্তৃপক্ষের বিরোধিতা করবে? যদি সেটা করে থাকে, তবে সেটা অবৈধ।

তবে, আদালত একথা বললেও, ধর্মঘটে অংশগ্রহণকারীরা সেকথা শোনেনি। ধর্মঘট সফল করতে সোমবার সরকারি-বেসরকারি বাম কর্মচারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা হয়। যাদবপুর, দমদম, বারাসত, বেলঘরিয়া, শ্যামনগর, জয়নগর, ডোমজুড়-সহ বিভিন্ন স্টেশনে ধর্মঘট সমর্থকরা রেলপথে অবরোধ করেন। যদিও পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

ধর্মঘটে রেলের পাশাপাশি দেশজুড়ে ব্যাংক পরিষেবাও ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে। কারণ, ব্যাংক কর্মচারী সংগঠনগুলো এই ধর্মঘটে শামিল হয়েছে। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে তাঁদের ধর্মঘট সমর্থন বলেই জানিয়েছেন ব্যাংক কর্মচারীরা। ধর্মঘটের জন্য সোমবারের মতোই মঙ্গলবারও ব্যাংক পরিষেবা ব্যাহত হতে পারে বলেই জানিয়ে রেখেছেন ব্যাংক কর্মচারীরা।

Read story in English

Kerala HC Strike
Advertisment