Kerala: মুখ থেকে সামান্য মদের গন্ধ মানেই সেই ব্যক্তি মদ্যপ বা মাতাল নয়। সম্প্রতি এই রায় দিয়েছে কেরল হাইকোর্ট। পাশাপাশি ব্যক্তিগত জায়গায় মদ্যপান কখনই অপরাধ নয়। যতক্ষণ সেই ব্যক্তি প্রকাশ্যে, অন্যদের সমস্যা তৈরি করে কোনও ঝামেলা করছেন। এভাবেই মদ্যপান এবং মাতলামি নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই পর্যবেক্ষণ দিয়ে বিচারপতি সফি টমাস সম্প্রতি একটি মামলা খারিজ করেছেন। বিচারপতির মন্তব্য, ‘মদের ঘোরে কোনও ব্যক্তি প্রকাশ্যে মারপিট করলে অবশ্যই তাঁকে গ্রেফতার করা যাবে।‘
এই মামলায় মদ্যপ বা মাতলামোর সংজ্ঞা ঠিক করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ করেছেন ব্ল্যাক ল ডিকশনারির প্রসঙ্গ। সেই ডিকশনারিতে মদ্যপ বা মাতালের সংজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক বা মদ সেবনের পরে সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সক্ষমতা কমে যাওয়াকে মাতলামো বা মদ্যপ অবস্থা বলা হয়।‘
জানা গিয়েছে, কেরল পুলিশের বিশেষ আইনের ১১৮ (এ) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছিল। থানায় হাজিরার সময় মদ্যপ বা মাতাল ছিলেন অভিযুক্ত। এমনটাই আদালতকে জানিয়েছে কেরল পুলিশ।
যদিও অভিযুক্তদের তরফে আইনজীবী আদালতে সওয়াল করেছেন, ‘এক অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশ তাঁর মক্কেলকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু আইটি প্যারেডে তাঁর মক্কেল অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি। তাই পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন