scorecardresearch

২ বছর পর জেলমুক্তি, ছাড়া পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান

জেল থেকে বেরিয়েই পাশে থাকার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানান কাপ্পান

Siddique Kappan,Lucknow jail,Prevention of Money Laundering Act (PMLA)"

কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান লখনউ জেল থেকে ছাড়া পেয়েছেন। হাইকোর্ট কাপ্পানের জামিনের আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জেল থেকে ছাড়া পান কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান।

দুই বছর আগে গ্রেফতার হওয়া উত্তরপ্রদেশের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান। দুই বছরেরও বেশি আগে উত্তরপ্রদেশে গ্রেফতার হওয়া কেরালার সাংবাদিক সিদ্দিক কাপান আজ জেল থেকে মুক্তি পেয়েছেন। একদিন আগে, লখনউয়ের একটি বিশেষ আদালত কাপ্পানের জামিনের আবেদন মঞ্জুর করেন।

বুধবার তাঁর জেল থেকে বেরোনোর কথা থাকলেও বিচারক বার কাউন্সিলের নির্বাচনে ব্যস্ত ছিলেন। তাই শেষপর্যন্ত বুধবার জেলমুক্তি হয়নি সিদ্দিকের। সিদ্দিকের জামিন মঞ্জুর হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে প্রায় ৫ সপ্তাহ তাঁকে জেলে বন্দি করে রাখা হয়। আজ সকালে জেল থেকে ছাড়া পেয়ে কেরালার সাংবাদিক সিদ্দিক কাপান বলেন, ‘২৮ মাস পর জেল থেকে বেরিয়ে এসেছি। আমাকে সমর্থন করার জন্য আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এখন জেলের বাইরে বেরোতে পেরে ভাল লাগছে”।

আরও পড়ুন: [ আদানি গ্রুপ কেন FPO প্রত্যাহার করে নিল? কারণ জানালেন গৌতম আদানি! ]

কাপ্পান এবং অন্যান্যদের ২০২০ সালের ৫ অক্টোবর উত্তরপ্রদেশের মথুরা থেকে হাথরসে যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছিল। হাতরসে একটি দলিত মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেসময় কাপ্পানের দাবি ছিল যে, সাংবাদিক হিসাবে তিনি হাতরাসকাণ্ডের রিপোর্ট করতে যাচ্ছেন। যদিও পুলিশের দাবি ছিল, সাংবাদিক কাপ্পান সফরের সঙ্গে জঙ্গিযোগ ছিল। অশান্তি ও হিংসা ছড়ানোর জন্য তিনি হাথরসে যাচ্ছিলেন। UAPA আইনে গ্রেফতার করা হয় সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে। তাঁর বিরুদ্ধে সিমি ও পিএফআই সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগের তত্ত্ব খাঁড়া করা যোগী সরকার।  

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Kerala journalist siddique kappan to walk out of jail after over two years