দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছিল বিমানটি। আকাশে ওড়ার আগেই বন্ধ বিমানের মধ্যে ধূমপান শুরু করলেন এক যাত্রী। ওই বিমানের দায়িত্বে থাকা কেবিন ক্রুয়ের এক মহিলা সদস্য তাকে বাধা দিতে যায়। তখনই প্যান্টের চেইন খুলে অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে চান যাত্রী। শুরু করেন অশালীন আচরণ।
যাত্রীর নাম আব্দুল শহিদ শামসুদীন, বাড়ি কেরালার কোট্টায়ামে। ক্রু সদস্যরা যাত্রীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করলে দিল্লী বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) তাঁকে ঘটনাস্থলে করে। বিমানবন্দর অপারেশন কন্ট্রোল সেন্টারে রাখা হয় যাত্রীকে।
আরও পড়ুন: সর্বনাশ! লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার ফোনের গচ্ছিত নম্বর ?
বিমানে ধূমপান আইনত নিষিদ্ধ। সেকারণে ক্রু সদস্য শামসুদীনকে সিগারেট নিভিয়ে ফেলার নির্দেশ দেয়। কিন্তু শামসুদীন তা করতে চায় না। শুরু হয় বসচা। এরই মাঝে ওই বিমানের মহিলা সদস্যের সামনে প্যান্টের চেইন খুলে অশ্লীল কথা বলা শুরু করেন। রাতারাতি ঘটনা স্থলে এসে পৌছান বাকি ক্রু সদস্যরা। তাঁরা দেখেন তখনও খোলা রয়েছে শামসুদীনের প্যান্টের চেইন।
বর্তমানে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী, ৩৫৪ ( ধর্ষন) এবং ৫০৯( এমন কিছু শব্দ, যা প্রয়োগ করে মহিলাদের অপমান করা হয়) ধারায় গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
Read the full story in English