Advertisment

Russia-Ukraine war: রুশ সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলা, উড়ে আসা ক্ষেপনাস্ত্রের হানায় মৃত ভারতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল এক ভারতীয়র। জানা গিয়েছে সন্দীপ নামে বছর ৩৬-র কেরলের ত্রিশুর জেলার ওই যুবক পেশায় ছিলেন একজন ইলেক্ট্রিশিয়ান, তিনি এপ্রিল মাসে একটি রেস্তোরাঁয় কাজ করতে রাশিয়ায় গিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
russia ukraine war

সন্দীপ বিবাহিত ছিল না এবং তার বাবা চন্দ্রন এবং মা ভালসালাকে রেখে গেছেন। (ছবি: প্রতিনিধি/রয়টার্স)

Russia-Ukraine war: রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে উড়ে আসা ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে কেরলের এক ব্যক্তি। জানা গিয়েছে, তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে রুশ সামরিক ক্যাম্পে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে ইউক্রেনের দিক থেকে উড়ে আসা শেলের আঘাতে মৃত্যু হয়েছে সন্দীপের।

Advertisment

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল এক ভারতীয়র। জানা গিয়েছে সন্দীপ নামে বছর ৩৬-র কেরলের ত্রিশুর জেলার ওই যুবক পেশায় ছিলেন একজন ইলেক্ট্রিশিয়ান, তিনি এপ্রিল মাসে একটি রেস্তোরাঁয় কাজ করতে রাশিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি রুশ সামরিক ক্যাম্পে কর্মরত ছিলেন।

আরও পড়ুন - < Russia-Ukraine war: রুশ সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলা, উড়ে আসা ক্ষেপনাস্ত্রের হানায় মৃত ভারতীয় >

পরিবার সূত্রে জানা গিয়েছে “সন্দীপ বাড়িতে জানিয়েছিলেন তিনি মস্কোতে কর্মরত ছিলেন এবং এক মাসের বেতন বাড়িতে পাঠিয়েছিলেন। পরিবারের সঙ্গে খুব কম যোগাযোগ রাখত ও। আমরা পরে জানতে পেরেছিলাম যে তিনি সামরিক ক্যান্টিনে কাজ করতেন। সেখানেই হামলা চালায় ইউক্রেনের বাহিনী। পরিবার দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য রাশিয়ায় ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপের জন্য আবেদন করেছেন।

Russia-Ukraine Conflict
Advertisment