/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/q1-3.jpg)
ফের প্রকাশ্যে সারমেয়দের উপর নৃশংস অত্যাচারের ঘটনা। গাড়ির সঙ্গে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা পথ কুকুরকে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কেরালার এর্নাকুলামে।
ঠিক কী হয়েছে?
অভিযুক্ত বাষট্টি বছরের ইউসুফের দাবি, পথকুকুরটি এলাকায় চিৎকার চেঁচামেচি করে। তাই সেটিকে এলাকা থেকে সরানোর প্রয়োজন ছিল। যেমন ভাবা-তেমন কাজ। সারমেয়টিকে নিজের গাড়ির পিছনে বেঁধে ফেলে প্রচণ্ড গতিতে তা চালাতে থাকেন ইউসুফ। ফলে রাস্তায় টেনে হিঁচড়ে এগোতে থাকে পথকুকুরটিও।
পথচলতিরা অনেকেই এই ঘটনার সাক্ষী। তবে কেউই বিশেষ পাত্তা দেননি। এরপরই অখিল নামে এক বাইক আরোহী ঘটনাটি দেখে হতবাক হয়ে যান। কুকুরটি গাড়িটিকে ধাওয়া করছে বলে প্রথমে মনে করেছিলেন অখিল। তবে বাইক নিয়ে ওই গাড়িটির প্রায় কাছাকাছি পৌঁছতেই ভুল ভাঙে তার। গোটা ঘটনার ভিডিও তুলে সোশাল মিডিয়ায় দিতেই তা ভাইরাল হয়ে যায়।
অখিলের অভইযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করেছে। যদিও কয়েক ঘন্টার মদ্যেই জামিনে মুক্ত হয়ে যায় সে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন