scorecardresearch

ISIS-এ যোগ দিতে আবু ধাবি থেকে নিখোঁজ, কেরলের প্রৌঢ়ের মৃত্যু পাকিস্তানের জেলে

পাকিস্তান সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে যে জুলফিকারের মৃতদেহ আটারি সীমান্তে হস্তান্তর করা হবে

Kerala man who went missing from Abu Dhabi dies in Pak jail
প্রতীকী ছবি

হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে ইরাক-সিরিয়ায় নিয়ে গিয়ে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীতে নিয়োগ করা হত। দ্য কেরালা স্টোরি ছবির এই গল্পের বাস্তবতা নিয়ে প্রশ্ন থাকলেও কেরলে যে এমন ঘটনা হয়েছে তার প্রমাণ মিলল আবার।

কেরলের একজন ৪৮ বছর বয়সী ব্যক্তি যিনি ISIS-এ যোগ দেওয়ার অভিযোগে আবুধাবি থেকে নিখোঁজ হয়েছিলেন, তাঁকর পাকিস্তানের একটি জেলে মৃত্যু হয়েছে বলে, জানা গেছে।

পাকিস্তান সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে যে জুলফিকারের মৃতদেহ আটারি সীমান্তে হস্তান্তর করা হবে, সরকারি সূত্রে জানা গেছে।

পালাক্কাড় জেলার কাপ্পুরের জুলফিকার নিখোঁজ হওয়ার বিষয়ে রহস্য ছিল কারণ গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে বিশ্বাস করেছিল যে তিনি আইএসআইএস-এ যোগ দিতে আবুধাবি ছেড়েছিলেন তিনি। “তিনি ২০১৮ সালে কেরল ছেড়েছিলেন। আবু ধাবি থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে তিনি ইরানে চলে গিয়েছিলেন এবং পরে পাকিস্তানের জেলে গিয়েছিলেন। আরও বিশদ তদন্ত করা হচ্ছে,” সরকারি সূত্র জানিয়েছে।

পাকিস্তান এজেন্সিগুলি অমৃতসরে এফআরও-এর মাধ্যমে ভারত সরকারকে জানিয়েছে যে মৃতদেহটি আটারি সীমান্তে হস্তান্তর করা হবে। আরও বিস্তারিত অপেক্ষিত।

যেহেতু জুলফিকার ইসলামিক স্টেটে যোগ দেওয়ার জন্য চলে গেছেন বলে অভিযোগ, তাঁর পরিবার মৃতদেহ গ্রহণ করতে আগ্রহী নয়, যা সম্ভবত পালাক্কাড়ে আনা হবে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Kerala man who went missing from abu dhabi dies in pak jail