Advertisment

কেরালা থেকে আনা নতুন নমুনা পরীক্ষায় মিলল নিপার উৎস

প্রথম দফায় নমুনা পরীক্ষা করে নিপার জীবানু পাওয়া যায়নি। ফলে নিপার উত্‍‌‌স নিয়ে বেড়েছিল উদ্বেগ। এবার পরীক্ষার জন্য বেছে নেওয়া ৫২টি বাদুড়ের মধ্যে ১৯.২ শতাংশের মধ্যে জীবানু পাওয়া গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
nipah-virus1

কেরালায় আবার নিপা ভাইরাস সংক্রমনের সম্ভবনা নেই বললেই চলে

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) বিজ্ঞানীরা কেরালার কোজিকোড়ে যে এলাকায় প্রথম নিপা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল সেখান থেকেই নমুনা এনে পরীক্ষা করে তাতে খুঁজে পেয়েছেন নিপার জীবানু। যদিও প্রথম দফায় সেখান থেকে আনা নমুনা পরীক্ষা করে নিপার কোন জীবানু পাওয়া যায়নি। ফলে নিপার উত্‍‌‌স নিয়ে বেড়েছিল উদ্বেগ।

Advertisment

আইসিএমআর-এর হোল্থ রিসার্চ বিভাগের সাধারণ সম্পাদক ডাঃ বলরাম ভরগাভা জানান, পরীক্ষার জন্য বেছে নেওয়া ৫২টি বাদুড়ের মধ্যে ১৯.২ শতাংশের মধ্যে নিপার জীবানু পাওয়া গিয়েছে। কোজিকোড়ের যে এলাকা থেকে প্রথম নিপা আতঙ্ক ছড়িয়েছিল সেখান থেকেই সম্প্রতি পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রথম দফায় যে সমস্ত বাদুড় (ফ্রুট ব্যাট) পরীক্ষা করা হয়েছিল তাদের শরীরে নিপার ভাইরাস মেলেনি, যদিও তারা উড়ে গিয়েছিল এর পর পরই। দ্বিতীয় দফায় নিপার ভাইরাস পেয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Nipah Virus: রাজ্যে কেরল ফেরত মানুষের খোঁজে স্বাস্থ্য দপ্তর

প্রসঙ্গত, নিপা আতঙ্কে দীর্ঘকাল ভুগেছে দেশের একটা বড় অংশ। কেরালা-ফেরতদের রীতিমতো খোঁজখবর রেখেছিলেন এ রাজ্যের দুই জেলার প্রশাসনিক কর্তারা। চলেছিল লাগাতার নজরদারি। ইতিমধ্যেই কোজিকোড় এবং মালাপুরম জেলায় নিপায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। যত দ্রুত সম্ভব চিহ্নিত করতে হয় এই রোগ, তবে ভারতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং মণিপাল সেন্টার ফর ভাইরাল রিসার্চ, দু’টি পরীক্ষাগারেই কেবলমাত্র নিপা জ্বর চিহ্নিত করার জন্য রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে।

nipah virus
Advertisment