Advertisment

৪ মাস পর কেরলের দৈনিক সংক্রমণ ৩০ হাজার পার! গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে সংক্রমিত ৩১,৪৪৫

Corona India Update: শেষ চলতি বছরের ২০ মে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণের কবলে পড়েছিল ভগবানের আপন দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19, Third Wave, ICMR

প্রতীকী চিত্র।

Corona India Update: কেরলের পরিস্থিতি আগেভাগে আঁচ করেই সদলবলে সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওনাম পরবর্তী সময়ে দক্ষিণের সেই রাজ্যে বাড়তে পারে সংক্রমণ। এমন সম্ভাবনা উসকে দিয়ে কেরলবাসীকে আগামি একমাস সতর্ক থাকতে আবেদন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রশাসনিক এহেন প্রস্তুতির মধ্যেই ৪ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে সংক্রমিত ৩১,৪৪৫ জন। শেষ চলতি বছরের ২০ মে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণের কবলে পড়েছিল ভগবানের আপন দেশ। জানা গিয়েছে, সেই রাজ্যে মোট সক্রিয় সংক্রমণ ১.৭ লক্ষ, সংক্রমণের হার ১৯%।

Advertisment

এদিকে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের আগে সব স্কুলশিক্ষকদের টিকাকরণ সম্পূর্ণ করতে রাজ্যগুলোকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৬ মিলিয়ন মানুষ অর্থাৎ ৬০ কোটি টিকাকরণ হয়েছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩৭,৫৯৩ জন। এদিকে, দেশজুড়ে যখন তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে, তখন ভারতের জন্য কিছুটা আশার বাণী হুয়ের গলায়। সম্ভাবনা উসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, ভারতে সম্ভবত করোনার এন্ডেমিক শুরু হয়েছে। এন্ডেমিক মানে শেষের শুরু। অর্থাৎ হুয়ের প্রধান বিজ্ঞানী বলেছেন ভারতে এই অতিমারীর শেষের শুরু সম্ভবত শুরু হয়ে গিয়েছে।

গবেষকদের মত, এন্ডেমিক মানে ভাইরাসের সঙ্গে জীবনযাপন। তাকে নিয়েই ঘর করা। সেই পর্যায়ের দিকেই ভারত এগোচ্ছে, এমনটাই মনে করেন সৌম্যা। খানিকটা স্বস্তি দিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা এন্ডেমিকের এমন পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে। কিন্তু কয়েকমাস আগের মতো সংক্রমণের অতিমারী রূপ দেখা যাবে না।‘

তাঁর ভবিষ্যৎবাণী, ‘আগামি বছরের মধ্যেই অতিমারী পূর্ব জীবনে ফিরতে পারবে ভারত।‘ এমনকি, তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণ শঙ্কা বেশি। এই উদ্বেগ প্রসঙ্গে হুয়ের বিজ্ঞানীর পরামর্শ, ‘অতটা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।‘ তবে হুয়ের বিজ্ঞানী যাই বলুক, সতর্কতা থেকে পিছু হটছে না দেশ। সম্প্রতি কেন্দ্রীয় এক কমিটি সতর্ক করে রিপোর্টে বলেছে, দেশে এখন তৃতীয় ঢেউ চলছে। অক্টোবরে শিখর ছোঁবে এই ঢেউয়ের সংক্রমণ। তাদের আশঙ্কা যে গতিতে ভারতে টিকাকরণ চলছে, তাতে আগামি ঢেউগুলোতে দৈনিক ৬ লক্ষ পর্যন্ত সংক্রমণ হতে পারে দেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

COVID-19 health Ministry Corona India Vaccination Kerala Corona
Advertisment