scorecardresearch

NCERT সিলেবাস থেকে বাদ যাওয়া অংশ পড়ুয়াদের শেখাবে এই রাজ্য

কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিক্ষামন্ত্রীকে দিয়েছে বলেও খবর

NCERT, NCERT textbooks, National Council of Educational Research and Training, SCERT, NCERT deleted topics, NCERT deleted history chapters, NCERT mughals, NCERT schhols Kerala, Indian Express, India news, current affairs

একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠক্রম থেকে মুঘল সাম্রাজ্যের অধ্যায়। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) দ্বাদশ শ্রেণির ইতিহাস, সিভিকস, বিজ্ঞানহিন্দি পাঠ্যক্রম সহ দশম এবং একাদশ শ্রেণির সিলেবাসেও বিরাট রদবদল করেছে। এই নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যদিও সিলেবাস বদলে ‘রাজনীতি’ খুঁজে পাচ্ছেন না এনসিইআরটি আধিকারিকরা। তবে কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে যে NCERT একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে যে অংশগুলি মুছে দিয়েছে পড়ুয়াদের পড়ানো হবে।

SCERT-এর সূত্রে খবর কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সিলেবাস কমিটি এই অবস্থান নিয়েছে যে মুছে ফেলা অংশগুলি, প্রধানত ইতিহাস সম্পর্কিত বিষয়গুলি বাদ দেওয়া পড়ুয়াদের পক্ষে ক্ষতিকর। রাজ্য তাদের সকল পড়ুয়াকে সিলেবাসে বাদ যাওয়া কিছু কিছু অংশ পাঠ্যক্রমের অন্তর্গত করবে। সেই অনুসারেই SCERT কেরালায় পাঠ্যপুস্তক ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিক্ষামন্ত্রীকে দিয়েছে বলেও, সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, যদিও এনসিইআরটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে আমূল বদল এনেছে, কেরালা শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য এনসিইআরটি পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে। অন্যান্য শ্রেণিতে যে বদল আনা হয়েছে তা রাজ্যের পড়ুয়াদের কোনভাবেই প্রভাবিত করবে না। সরকার বলছে, পড়ুয়াদের ওপর পড়াশুনার চাপ কমানোর পাশাপাশি ‘ডুপ্লিকেশন এবং ওভারল্যাপিং’ এর সমস্যা দূর করতে সিলেবাসে এই বদল করা হয়েছে। তবে সমালোচকরা দাবি করেন যে, মূলত সমাজ বিজ্ঞান এবং ইতিহাসের বইয়ে্র এই কাটছাঁটে রয়েছে রাজনীতির গন্ধ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Kerala to teach deleted parts from ncert books