Advertisment

ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন, তদন্তে NIA, মহারাষ্ট্র থেকে গ্রেফতার মুল অভিযুক্ত

ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bulandshahr, uttar pradesh ATS, kerala train fire accused, kerala train fire victims, delhi news, kerala new

ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন, তদন্তে NIA, মহারাষ্ট্র থেকে গ্রেফতার মুল অভিযুক্ত

ট্রেনের কামরায় সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মহারাষ্ট্র থেকে সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। সংবাদ সংস্থা এএনআই মহারাষ্ট্র এটিএসকে উদ্ধৃত করে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এবং এটিএসের একটি যৌথ দল মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে কোঝিকোড় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisment

কেরালা পুলিশের একটি দলইতিমধ্যেই রত্নাগিরি পৌঁছেছে এবং অভিযুক্তদের শীঘ্রই তাদের কাছে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে ঘটনার পর অভিযুক্ত ট্রেন থেকে লাফ দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে গড়া হয়েছে ১৮ সদস্যের একটি দল। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি যোগও।

ট্রেনে সহযাত্রীর সঙ্গে বচসা। তা থেকে কটূক্তি-হাতাহাতি। এরপরই রাগের মাথায় সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কেরলের কোজিকোড়ে। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ এই ঘটনায় রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে এক শিশু সহ ২জনের মৃতদেহ। আরও ন’জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।

ট্রেনটি এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে আলপ্পুজা-কন্নুর এগ্‌জিকিউটিভ এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে বচসার সূত্রপাত। বচসা থেকে হাতাহাতি এবং তারপরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে নেয় গোটা কামরা।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে যে কোঝিকোড় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন শাহরুখ সাইফিকে কেরালা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে একই সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। একদিন আগে কোঝিকোড়ের ঘটনায় সন্দেহভাজনকে খুঁজতে নয়ডা পৌঁছান রেলের দুই অফিসার। এছাড়াও, NIA-র একটি দল বিষয়টি তদন্ত করতে কান্নুরে যায়। ঘটনার পর রেললাইনের কাছে থেকে একটি ব্যাগ উদ্ধার করে তদন্তকারী দলের সদস্যরা।

kerala
Advertisment