Advertisment

সঙ্গীত-সাহিত্যে ভারতের ২ শহরকে ইউনেস্কোর বিরাট সম্মান, অভিনন্দন মোদীর

বিরাট স্বীকৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
unesco city of literature, kerala kozhikode unesco creative cities network, kozhikode kerala",

ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় ভারতের ২ শহর, অভিনন্দন মোদীর

মঙ্গলবার ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৫৫টি নতুন শহর।  এর মধ্যে রয়েছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং কেরলের কোঝিকোড়।  

Advertisment

 কী কারণে ভারতের দুই শহরের মুকুটে জুড়ল নয়া পালক? ওয়েবসাইট যা স্পষ্ট করেছে ইউনেস্কো, মধ্য প্রদেশের গোয়ালিয়ারকে শাস্ত্রীয় সংগীতের বিশেষ ঘরানার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। কেরালার কোঝিকোড় সম্মান পেয়েছে সাহিত্যের জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনেস্কো কর্তৃক সাহিত্য ও সঙ্গীতের শহর হিসাবে মনোনীত হওয়ার জন্য কোঝিকোড় এবং গোয়ালিয়র উভয় শহরের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'কোঝিকোড়ের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য এবং গোয়ালিয়রের সুমধুর ঐতিহ্য এখন মর্যাদাপূর্ণ ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হওয়ায়, ভারতের ‘সাংস্কৃতিক স্পন্দন’ বিশ্ব মঞ্চে জ্বলজ্বল করছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য কোঝিকোড় এবং  গোয়ালিয়রের জনগণকে অভিনন্দন!ইউনেস্কোর এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা প্রাচীন ও আধুনিক শহরগুলির সাংস্কৃতিক ঐতিহ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। উন্নয়নের ক্ষেত্রে তাদের সৃজনশীলতাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।'

বর্তমানে একশোরও বেশি দেশের ৩৫০ টি শহর UCCN-এ নিবন্ধিত রয়েছে। ইউনেস্কোর মতে, গোয়ালিয়র এবং কোঝিকোড় সহ বিশ্বের 55টি শহর এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র 'সংগীত' বিভাগে এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে, আর কেরলের কোঝিকোড় 'সাহিত্য' বিভাগে এই তালিকায় স্থান পেয়েছে। ইউনেস্কোর জারি করা একটি বিবৃতি অনুসারে, এই নতুন শহরগুলিকে তাদের উন্নয়ন কৌশলের অংশ হিসাবে সংস্কৃতি এবং সৃজনশীলতা ব্যবহার করার এবং নগর পরিকল্পনায় উদ্ভাবনী অনুশীলন প্রদর্শনের দৃঢ় প্রতিশ্রুতির জন্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Unesco
Advertisment