/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/kerala-759.jpg)
ভেঙে ফেলা হোল ১৯ তলার বিল্ডিং
আইনি ঝামেলা চলছিল বহুদিন ধরেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বহুতল ভেঙে ফেলার নির্দেশও ছিল। সেই মতোই শনিবার সকাল ১১.১৮ মিনিটে নিয়ন্ত্রিত ইমপ্লোশনের মাধ্যমে ভেঙে ফেলা হল ৬০ ফুটের এই বিল্ডিংটি। চোখের নিমেষেই ভেঙে পড়ল কমপ্লেক্সের এইচ টু ও হলি ফেইথ অ্যাপার্টমেন্টটি।
#WATCH Maradu flats demolition: H2O Holy Faith apartment tower demolished through controlled implosion #Keralapic.twitter.com/fKbciLGH14
— ANI (@ANI) January 11, 2020
মোট চারটি ১৯ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট নিয়ে তৈরি হয়েছিল এই কমপ্লেক্সটি। এর মধ্যে আলফা সিরিন নামে দুটি টাওয়ারও ভেঙে ফেলা হবে। এই চারটি বিল্ডিংয়ের মধ্যে বৃহত্তম জৈন কোরাল কোভ কমপ্লেক্সটি ভাঙার কাজ হবে ১২ জানুয়ারি, সকাল ১১টা নাগাদ।
নিয়ন্ত্রিত ইমপ্লোশনের মাধ্যমে ভাঙা হল বিল্ডিংপ্রসঙ্গত, কোস্টাল রেগুলেশনের যে নিয়ম তা লঙ্ঘন করেই কমপ্লেক্সগুলিতে মোট ৩৪৩টি ওয়াটারফ্রন্ট আবাসন নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালে সেপ্টেম্বরে শীর্ষ আদালতের তরফে ১৩৮ দিনের মধ্যে এই কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই মোতাবেক গোটা এলাকাটিতে জারি করা হয় ১৪৪ ধারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের থেকে অনুমতির পরই এই ভাঙার কাজটি শুরু হয়।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us