Advertisment

তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি! আগামি ৪ সপ্তাহ কেরলবাসীকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

Covid Update in India: দেশে এখন করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। কিন্তু তারপরেও চিন্তা জিইয়ে রাখছে কেরল।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,563 new cases 20 December 2021

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও কমছে না উদ্বেগ।

Covid Update in India: একটা সময় দেশের মোট সংক্রমণের ৫৪% ছিল কেরলের। পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি দক্ষিণের সেই রাজ্যে সদলবলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। কিন্তু তারপরেও চিন্তা জিইয়ে রাখছে কেরল। সে রাজ্যে এখন সংক্রমণের হার ১৭%। এই পরিসংখ্যান তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার আবহে যথেষ্ট চিন্তায় রাখছে স্বাস্থ্য মন্ত্রককে। একইভাবে সে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যবাসীকে আরও সতর্ক হতে আবেদন করলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

Advertisment

তিনি বলেছেন, ‘তৃতীয় ঢেউ সম্ভাবনার মধ্যে আগামি ৪ সপ্তাহ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কেরলে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে।‘ জানা গিয়েছে, রাজ্যের কোভিড মোকাবিলা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক মঙ্গলবার করবেন স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেছেন, ‘ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্ত অনেক রাজ্যেই চিন্তা বাড়িয়েছে। তার সঙ্গেই দোসর হতে পারে তৃতীয় ঢেউ। সম্প্রতি ওনাম উৎসব পালিত হয়েছে। তাই আমাদের আগামি দিনে সতর্ক থাকতে হবে।‘

এদিকে, আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের কোভিড পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বিশেষজ্ঞদেরও৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭২ জন৷ গত ১৬০ দিনে এটিই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ এরই পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮৯ জনের৷

সংক্রমণে লাগাম টানতে রাজ্যে-রাজ্যে জারি থাকা বিধি-নিষেধের ফল মিলছে৷ দেশের দৈনিক সংক্রমণ সোমবার বেশ খানিকটা কমেছে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় কাবু ২৫ হাজার ৭২ জন৷ একদিনে করোনামুক্ত হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন৷ সব মিলিয়ে সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন৷ যাঁদের মধ্যে ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জনই করোনামুক্ত হয়েছেন৷ বর্তমানে দেশে ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন৷ সোমবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Third Wave Delta Variants Kearal Corona health Ministry Corona India
Advertisment