কানাডার গুরুদ্বারের বাইরে খুন হয়েছেন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার। আততায়ীদের গুলিতে নিহত হন নিজ্জার। বিচ্ছিন্নতাবাদী তথা ‘নিষিদ্ধ’ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর সক্রিয় সদস্য ছিলেন হরদীপ সিং নিজ্জার। তাঁকে ‘খালিস্তানি জঙ্গি’ হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকার।
২০২১ সালে পাঞ্জাবের জলন্ধরে এক হিন্দু পুরোহিতকে হত্যার ঘটনায় নাম জড়ায় হরদীপ সিং নিজ্জারের। এছাড়াও রাজ্যে আরও অনেক সন্ত্রাসবাদী ঘটনায় তার ভূমিকা ছিল। গত বছর, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) হরদীপ সিং-কে ধরিয়ে দেওয়ার শর্তে ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। একই সময়ে ভারত সরকার নিজ্জারকে 'মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী' হিসাবে ঘোষণা করে।
সম্প্রতি, ভারত সরকার ৪০ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকা ঘোষণা করে। সেখানেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়। জানা গিয়েছে গুরুদ্বারের কাছেই দুই সাইকেলবাহী অজ্ঞাতপরিচয় বন্দুকধারী নিজ্জারকে গুলি করে পালিয়ে যায়। নিজ্জার কানাডায় শিখ ফর জাস্টিস (এসএফজে) এর প্রধান ছিলেন এবং খালিস্তানি টাইগার ফোর্সেরও প্রধান ছিলেন তিনি। কানাডায় বসে ভারতের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। পাঞ্জাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজ্জরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করে ভারত।
আরও পড়ুন: < সাংসদ ঘনিষ্ঠকে ১৬০০ কোটির চুক্তি! বিরাট প্রশ্নের মুখে কোনঠাসা শাসক দল >
ব্রিটেনের ভয়ঙ্কর খালিস্তানি সন্ত্রাসী এবং লন্ডনে ভারতীয় দূতাবাসে তেরঙ্গার অবমাননাকারী অবতার সিং খান্দা অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান। খান্দা ছিলেন 'ওয়ারিস পাঞ্জাব দে'-এর প্রধান অমৃতপাল সিংয়ের প্রধান সহযোগী। গত কয়েক মাস ধরে ব্রিটেনে যে খালিস্তানি তৎপরতা সামনে এসেছে তাতে খান্দার ভূমিকা গুরুত্বপূর্ণ। পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিংকে গ্রেফতার করতে যখন অভিযানে নামে তিনিই অমৃতপালকে ৩৭ দিনের জন্য আশ্রয় দেন। ব্রিটেনে বসেই তিনি ভারতে তার স্লিপার সেলের মাধ্যমে অমৃতপালকে নিরাপদ জায়গা দিয়েছিলেন।