Advertisment

আতঙ্কে কাঁপছে দিল্লি! G-20 শীর্ষ সম্মেলনের আগেই হুমকি বার্তা, জারি চূড়ান্ত সর্তকতা

অডিও বার্তা ঘিরে সতর্ক গোয়েন্দা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Khalistani separatist, Kashmiri Muslims, delhi g20 summit, Gurpatwant Singh Pannun, sfj, Sikhs for Justice",

শিখ ফর জাস্টিস'-এর নেতা গুরপতবন্ত সিং পান্নু রাজধানী দিল্লিতে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া G-20 শীর্ষ সম্মেলনের আগে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন।

G-20 শীর্ষ সম্মেলনের আগেই চরম সর্তকতা দিল্লি জুড়ে। 'শিখ ফর জাস্টিস'-এর নেতা গুরপতবন্ত সিং পান্নু রাজধানী দিল্লিতে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া G-20 শীর্ষ সম্মেলনের আগে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন। আর সেই বার্তা ঘিরেই শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা।

Advertisment

৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে G-20 শীর্ষ সম্মেলন। বৈঠকের প্রস্তুতি চলছে জোরকদমে। অন্যদিকে, এই কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর জন্য আশঙ্কা করছেন গোয়েন্দারা। শীর্ষ সম্মেলনের আগে, খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নু আবারও একটি অডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি G-20 শীর্ষ সম্মেলনে দিল্লিকে কার্যত অবরুদ্ধ করতে 'কাশ্মীরি মুসলমানদের' উসকানি দিয়েছেন।

আরও পড়ুন: < ভয়ঙ্কর দুঃসংবাদ! কাঁদছে গোটা দেশ, প্রয়াত চন্দ্রযান মিশনের শীর্ষ বিজ্ঞানী >

এই অডিও বার্তার কন্ঠস্বর গুরপতবন্ত সিং পান্নুর বলেই দাবি করা হয়েছে। অডিওতে বলা হয়েছিল যে কাশ্মীরি মুসলমানদের উচিত কাশ্মীর ছেড়ে দিল্লিতে পৌঁছানো এবং G-20 সম্মেলনের সময় রাজধানী অবরুদ্ধ করা। শুধু তাই নয়, অডিও বার্তায় পান্নু জুমার নামাজের পর প্রগতি ময়দানে মিছিল করার হুমকিও দিয়েছেন এবং ইন্দিরা গান্ধী বিমানবন্দরে খালিস্তানি পতাকা লাগানোর কথাও বলছেন।

এই পুরো ঘটনার পর গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে। এর আগেও ২৬শে আগস্ট দিল্লির মেট্রো স্টেশনে পান্নুর নির্দেশে খালিস্তানিপন্থী স্লোগান লেখা হয়েছিল। গুরপতবন্ত সিং পান্নু এর আগে মার্চ মাসে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন যেখানে তিনি পাঞ্জাবে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলন সম্পর্কে হুমকি দিয়েছিলেন। খালিস্তানি সমর্থকদের স্লোগান দিতে বলেছিলেন যে 'পাঞ্জাব ভারতের অংশ নয়'।

delhi G-20 Summit
Advertisment