Sikkim Heavy Rain: সিকিমে ভারী বৃষ্টিপাত ও ভুমিধসের কারণে একজন নিহত এবং অন্য পাঁচজন নিখোঁজ রয়েছেন। প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার বলেছেন, তিস্তা নদীর জলে গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ।
সিকিমে ভারী বৃষ্টির পর ভূমিধসের ঘটনার জেরে মাঙ্গানে একজনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন পাঁচজন। যাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। ভারী বর্ষণে কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির পরের একটি ভিডিওটিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। কালিম্পং-এর সঙ্গে এই অঞ্চলের সংযোগকারী ১০ নং জাতীয় সড়ক ভূমিধসের কারণে উত্তর সিকিম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঙ্গানে জেলাশাসক হেম কুমার ছেত্রি পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পুলিশ এবং অন্যান্য বিভাগের আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : < Success Story: প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার! হুইল চেয়ারে বসেই সাফল্যের চূড়ায়, প্রীতমের জার্নি চমকে দেবে! >
গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বৃহস্পতিবার, আইএমডি জানিয়েছে যে উত্তরবঙ্গের উত্তর জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও চলবে। "দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
।