Advertisment

Kim Jong Un: স্বৈরাচারী কিমের আজব নিদান, এই খাবার নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, ডিভোর্স দিলেও কঠোর শাস্তি

Kim Jong Un Banned Hot Dogs in North Korea: যদি কোনও ব্যক্তি হট ডগ রান্না বা বিক্রি করতে ধরা পড়েন, তবে তাঁকে দেশের কুখ্যাত শ্রম শিবিরে শাস্তির মুখোমুখি হতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kim Jong Un

Kim Jong Un Banned Hot Dogs: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন এখন তাঁর দেশে খাদ্য ও পানীয় নিষিদ্ধ করা শুরু করেছেন

Kim Jong Un Banned Hot Dogs in North Korea: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন এখন তাঁর দেশে খাদ্য ও পানীয় নিষিদ্ধ করা শুরু করেছেন। কিম জং উন একটি অদ্ভুত আদেশ জারি করেছেন। কিম দেশে হট ডগ খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছেন। এটিকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব দূর করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন, যদি কোনও ব্যক্তি হট ডগ রান্না বা বিক্রি করতে ধরা পড়েন, তবে তাঁকে দেশের কুখ্যাত শ্রম শিবিরে শাস্তির মুখোমুখি হতে হবে।

Advertisment

সসেজও নিষিদ্ধ

হট ডগ ছাড়াও উত্তর কোরিয়ার নেতা সসেজও নিষিদ্ধ করেছেন। অন্যদিকে উত্তর কোরিয়ার অবস্থা এমন যে স্থানীয় লোকেরা রাস্তার ধারে এটি বিক্রি করেন এবং মানুষ এটি খুব উৎসাহের সঙ্গে খান। কিমের নতুন আদেশের পর এখন আর তা হবে না। সসেজ এবং হট ডগ তৈরি, কেনা-বেচা বন্ধ করার জন্য মানুষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ভয়াবহ দাবানলে পুড়ে ছাই লক্ষ লক্ষ বাড়িঘর, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হলিউড তারকারা

Advertisment

কঠোর ব্যবস্থা নেওয়া হবে

আসলে, উত্তর কোরিয়ার নাগরিকরা খুব উৎসাহের সঙ্গে মশলাদার নুডল স্যুপ খান, যাতে হট ডগ ব্যবহার করা হয়। এই খাবারটিকে বুদাই-জিগে বলা হয় যা ২০১৭ সালে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় এসেছিল। কিমের নতুন ফরমানের পর প্রশাসন জনগণের ওপর কড়া নজর রাখছে এবং এখন হট ডগ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এটি বাজারে পাওয়া যায় না। পুলিশ ও বাজার প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ বিক্রি, খেতে বা রান্না করতে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন প্রবল দুর্যোগ সৌদিতে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতে ডুবল মক্কা-মদিনা, দেখুন ভাইরাল ভিডিও

বিবাহ বিচ্ছেদের জন্য শাস্তি দেওয়া হবে

হট ডগ নিষিদ্ধ ছাড়াও কিম জং উন দম্পতিদের বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে সতর্ক করেছেন। কিম বলেছেন যে, কোনও দম্পতি যদি বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করেন তবে তাঁদের শ্রম শিবিরে পাঠানো হবে। উত্তর কোরিয়ায় বিবাহ বিচ্ছেদকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে বলা হচ্ছে, যাঁরা ডিভোর্স নেবেন তাঁদের অন্তত ৬ মাসের জেল হতে পারে।

Kim Jong Un General News north korea
Advertisment