scorecardresearch

‘ইউক্রেনে যুদ্ধের পারদ বাড়াচ্ছে আমেরিকা’, রাশিয়ার পাশে থেকে ওয়াশিংটনকে হুমকি কিমের বোনের

ইউক্রেনকে এমাসেই যুদ্ধ ট্যাংক দেবে জার্মানি।

North Korea
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নাক গলাল উত্তর কোরিয়া। শনিবার তারা ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক দেওয়া নিয়ে মার্কিন প্রতিশ্রুতির তীব্র নিন্দা করেছে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, ওয়াশিংটন ইউক্রেনে আসলে ছায়াযুদ্ধ চালাচ্ছে। আর, এই ছায়াযুদ্ধের মাধ্যমে আধিপত্য অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার যাবতীয় সীমা অতিক্রম করছে। উত্তর কোরিয়ার এই বক্তব্য জানিয়েছে সেখানকার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পর সেখানকার দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তিত্ত্ব হলেন কিমের বোন কিম ইয়ো জং। তিনি এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। কিম ইয়ো জং-এর সেই বিবৃতিই প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ। সবচেয়ে বড় কথা, বিবৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইয়ো জং। তিনি বলতে চেয়েছেন, গোটা পৃথিবী এই যুদ্ধকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে গেলে উত্তর কোরিয়া অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ‘একই পরিখায় দাঁড়াবে’। যার অর্থ, রাশিয়ার পাশে থেকে যুদ্ধ করবে।

সোভিয়েত জমানা থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। কিম জং উনের বাবার সঙ্গে রাশিয়ার মধুর সম্পর্ক ছিল। সেটা কমিউনিস্ট দেশ হওয়ার কারণেই। এর আগে আমেরিকা জানিয়ে দিয়েছে, তারা চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই উন্নত যুদ্ধ ট্যাংক ইউক্রেনকে দেবে। এর আগে একই ঘোষণা করেছে জার্মানিও। বর্তমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে টক্করে যুদ্ধ ট্যাংকের অভাবে বেশ সমস্যায় পড়েছে ইউক্রেন। সেই সমস্যা থেকে ইউক্রেনকে বাঁচাতেই ইউক্রেনের পক্ষের শক্তিধর দেশগুলো যুদ্ধের ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে।

আরও পড়ুন- নাম বদলে গেল জাতীয় ঐতিহ্যের, কী হল নতুন নাম?

আমেরিকা-সহ ইউক্রেনের পক্ষের দেশগুলো পরিষ্কার জানিয়েছে, এই যুদ্ধ শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধ বন্ধ করবেন কি না, সেই সিদ্ধান্তও পুতিনকেই নিতে হবে। আর, এই যুদ্ধ বন্ধের শর্ত হল, ইউক্রেনে রুশ হামলা বন্ধ করতে হবে। আর, ইউক্রেনকে তাদের থেকে ছিনিয়ে নেওয়া অঞ্চল ফিরিয়ে দিতে হবে। যদিও, রাশিয়া এবং তার পক্ষের দেশগুলোর অভিযোগ, ইউক্রেনকে সামনে রেখে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চালাচ্ছে। সেই অভিযোগ করে বার্তায় কিম ইয়ো জং বলেছেন, ‘ইউক্রেনকে সামরিক সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধের পারদ বাড়িয়ে দিচ্ছে।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Kim jong uns sister says that north korea will stand in the same trench as russia against us