Advertisment

করোনায় মৃতদের পরিবার পাবে ৫০ হাজার টাকা: সুপ্রিম কোর্ট

Corona Death in India: বিচারপতি এমআর শাহ এবং এএস বোপান্নার বেঞ্চের নির্দেশ, ‘অনুদান চেয়ে আবেদনের ৩০ দিনের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus India, COVID-19

করোনায় মৃতদের শেষকৃত্য। ফাইল ছবি

Corona Death in India: কোভিডে মৃতদের পরিবার অনুদান বাবদ ৫০ হাজার টাকা পাবে। কেন্দ্রের এই প্রস্তাবে সায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘মৃতের সবচেয়ে নিকটতম স্বজনকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্যের গৃহীত একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের আওতার বাইরে এই অর্থ প্রদান করা হবে।‘ মুদ্রিত আকারে প্রকাশ করতে হবে অর্থ প্রাপকদের নাম। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  

Advertisment

বিচারপতি এমআর শাহ এবং এএস বোপান্নার বেঞ্চের নির্দেশ, ‘অনুদান চেয়ে আবেদনের ৩০ দিনের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে। কোনও রাজ্য চাইলে ৫০ হাজারের বেশিও দিতে পারে। মৃত্যুর ৩০ দিন আগে কোনও ক্লিনিক বা আন্তঃরোগী কেন্দ্র থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই এই অনুদান মিলবে।‘

কীভাবে এই অনুদানের জন্য আবেদন করা যাবে? জানা গিয়েছে, মৃতদের পরিবারকে জেলা বিপর্যয় দফতরে গিয়ে আবেদন করতে হবে। সেখানে জমা দিতে হবে করোনা নথি-সহ মৃত্যু শংসাপত্র এবং ব্যাঙ্ক ডিটেলস। এই আবেদনের ৩০ দিনের মধ্যেই ঢুকবে টাকা। কারও আবেদন বাতিল হলে, সেই কারণও দর্শাতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে।

পাশাপাশি আদালতের মন্তব্য, ‘করোনায় মৃত্যু কিনা বিভ্রান্তি তৈরি হলে মৃতের পরিবারকে প্রয়োজনীয় নথি প্রশাসনের কাছে পেশ করবে। সেই নথি ঘেঁটে প্রমাণ হলে এই মৃত্যু কোভিডেই, তাহলেও মিলবে অনুদান। এমন অনেক মৃত্যু আছে, যারা বাড়িতে কিংবা হাসপাতালে প্রয়াত হয়েছেন। সেক্ষেত্রে মৃত্যু শংসাপত্রে কোভিডের উল্লেখ নেই, এই অছিলায় কোনও রাজ্য ৫০ হাজার টাকা থেকে সেই পরিবারকে বঞ্চিত করতে পারবে না।‘

এদিকে, উৎসবের মরশুমের মুখে দেশে নিম্নমুখী কোভিড-গ্রাফ। আবারও কমল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ২০ হাজার ৭৯৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে করোনায় মৃত্যু ১৮০ জনের। গত ২০০ দিনের মধ্যে এদিনই সবচেয়ে কম করোনা অ্যাক্টিভ কেস।

চলতি সপ্তাহের শেষ থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগে পরপর বেশ কয়েকদিন ধরেই দেশের কোভিড-গ্রাফে পতন। স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যান রীতিমতো স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজার ৭৯৯ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৭১৮ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস কমে ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭। এখনও পর্যন্ত দেশের ৯০ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৬১ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৮ লক্ষ ৩৪ হাজার ৭০২।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Death Supreme Court of India
Advertisment