কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। রিজিজুর জায়গায় আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন মন্ত্রী থাকাকালীন ক্রমাগত তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেমের উপর সোচ্চার হন। সেই সঙ্গে কলেজিয়াম সিস্টেম নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এর ফলে বিচার বিভাগ বনাম সরকারের মধ্যে দ্বন্ধ চরমে পৌঁছায়। যার কারণে সরকারকে একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে রিজিজুকে সরিয়ে দেওয়ার পিছনে এটিও একটি কারণ বলে মনে করা হচ্ছে।
কিরেন রিজিজুর কাছ থেকে আইন মন্ত্রক প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তার জায়গায় আইনমন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। একই সঙ্গে কিরেন রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব পরিবর্তনের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন কিরেন রিজিজু।
মন্ত্রিত্ব পরিবর্তনের পর কিরেন রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ মেনে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী হিসাবে কাজ করা বিশেষ সম্মানের। আমি ভারতের মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের সকল বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং নিম্ন আদালত এবং সমগ্র আইন বিভাগকে তাদের অপরিসীম সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি'
তিনি আরও লিখেছেন, 'মোদীজির এক সেনা হিসাবে আমি একই উদ্যমের সঙ্গে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব মর্যাদার সঙ্গে পালনের চেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছি। আমি বিজেপির একজন কর্মী হিসেবে মোদীর এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি'।