Advertisment

অমানবিক কেরল! পিছলে যাওয়াদের পদদলিত করে বৃষ্টি থেকে বাঁচতে হুড়োহুড়ি, মৃত ৪

আহত কমপক্ষে ৬০। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kerala Accident 1

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে খোলা অডিটোরিয়ামে একটি সংগীত অনুষ্ঠান চলাকালীন এই পদদলিত হওয়ার ঘটনাটি ঘটেছে।

শনিবার কেরলের কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CUSAT) খোলা অডিটোরিয়ামে একটি সংগীত অনুষ্ঠানের সময় পদদলিত হয়ে চার ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জনেরও বেশি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কোচির কাছে কালামাসেরির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চার ছাত্রকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

Advertisment

এরনাকুলাম জেলার কালেক্টর এনএসকে উন্মেষ জানিয়েছেন, 'আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রেক্ষিতে আমরা শহরের সব হাসপাতালকে সতর্ক করে দিয়েছি। নিহতদের সকলের পরিচয় জানা না-গেলেও, আহতদের মধ্যে পুলিশ এখনও দুই যুবক ও দুই মহিলার পরিচয় নিশ্চিত করতে পারেনি।'

পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানে অন্যান্য কলেজের শিক্ষার্থী-সহ বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন। বৃষ্টি শুরু হলে, বৃষ্টির ফোঁটা থেকে বাঁচতে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শ্রোতাদের অনেকে মিলনায়তনে শেডের তলায় আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসেন, যার ফলে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। আবার কয়েকজন শিক্ষার্থী অডিটোরিয়ামের সিঁড়িতে পিছলে গেলে অন্যরা তাঁদের মাড়িয়েই চলে যান। তার ফলেও এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন- ধ্বংসস্তূপ সরানোর মেশিনই ভেঙে গেছে, দেড় দিন বন্ধ উত্তরকাশীর টানেলবন্দি শ্রমিকদের উদ্ধারকাজ

স্থানীয় পুরপিতা সাংবাদিকদের বলেন, 'এই অডিটোরিয়ামে ঢোকা আর বের হওয়ার একটাই গেট। সেই জন্যই এত হুড়োহুড়ি হয়েছে। বৃষ্টিতে সিঁড়ি পিছল হয়ে গিয়েছিল। তার ফলে সিঁড়ি থেকে অনেকে পড়ে যান। বৃষ্টি থেকে বাঁচতে তাঁদের মাড়িয়েই লোকজন চলে গিয়েছেন।'

Death accident kerala students
Advertisment