Kolkata Market fire Live: কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আজ রাত দুটো বাজলে ৪৮ ঘণ্টা পূর্ণ হবে। ধোঁয়ার ঘনত্ব বেড়ে চলেছে। গতকাল যে জায়গায় আগুন ছিল না, আজ সকালে সেখানেও আগুন ছড়িয়ে গেছে। সূত্রের খবর, পুজোর আগে বহুল পরিমাণে পেট্রোপণ্য জাত দ্রব্য মজুত ছিল বাগরি মার্কটে। যে কারণে আগুনের লেলিহান শিখাকে দমন করতে নাজেহাল হচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকলের ৩৫ টি ইঞ্জিন উপস্থিত। শনিবার রাত আড়াইটে থেকে জ্বলছে আগুন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলকাতার পুলিশ কমিশনার এবং মেয়র, তৎসহ উচ্চপদস্থ আধিকারিকরা, এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। আগুন নেভাতে এখনও অনেক সময় লাগবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
Kolkata Bagri Market Latest News and Live updates in Bengali
5.55 PM: এই মুহূর্তের খবর, ভেতরে ঢুকতে পেরেছেন দমকল কর্মীরা। যদিও ভেতরের অবস্থা জানা যায় নি এখনও। ছ'তলা পর্যন্ত উঠেছেন কর্মীরা।
5.35 PM: কালকের মতই জ্বলে উঠল আলো, রাতের অন্ধকারে যাতে কাজের সমস্যা না হয়। চারিদিকে শুধু কালো ধোঁয়ার আচ্ছাদন।
ধোঁয়ায় ঢেকেছে বাগরি। চলছে উদ্ধারকার্য। pic.twitter.com/NC8NRqyyo4
— IE Bangla (@ieBangla) September 17, 2018
5.30 PM: তিনতলার জানালা ভেঙে ভেতরে ঢুকলেন দমকল কর্মীরা
তিনতলার জানলা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।#ieBangla pic.twitter.com/YDp2p8j8x7
— IE Bangla (@ieBangla) September 17, 2018
4.20 PM: কাল সকাল থেকেই অনবরত খাবার এবং জল সরবরাহ করে চলেছেন যাঁরা, এঁরা তাদেরই কয়েকজন। ধ্বংসের মানবিক মুুুখ।
বিনামূল্যে চা এবং জল বিতরণ করছেন উদ্ধারকর্মীদের#BagriMarketFire https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/kIXDnjy1VD
— IE Bangla (@ieBangla) September 17, 2018
4.10 PM: কিছুক্ষণ আগে মার্কেটের সামনের রাস্তা অর্থাৎ ক্যানিং স্ট্রিট সাফ করে দিয়ে গেলেন কলকাতা পুরসভার কর্মীরা।
4.00 PM: কিছু দোকান বেঁচে গেলেও ব্যবসা করার জায়গা নেই।
কাল থেকে অবশিষ্ট মাল নিয়ে কোথায় বসবেন ব্যবসা করতে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের , #BagriMarketFire pic.twitter.com/sEvM0H39T7
— IE Bangla (@ieBangla) September 17, 2018
3.40 PM: পাশের মেহতা বিল্ডিংয়ের ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাগরি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিকে। পূজোর আগে বেকার হয়ে পড়লেন হাজারের বেশি মানুষ।
কাল থেকেই বেকার হয়েছেন বাগরি মার্কেটের কর্মচারীরা , একইসঙ্গে ক্ষতির মুখে ব্যবসায়ীরা।#BagriMarketFire pic.twitter.com/NtbNQrp6TK
— IE Bangla (@ieBangla) September 17, 2018
3.30 PM: যুদ্ধ চলছে অবিরাম। কতক্ষণ চলবে কেউ সঠিক বলতে পারছেন না।
বাগরি জ্বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা#BagriMarketFire pic.twitter.com/FtI0HiZw9f
— IE Bangla (@ieBangla) September 17, 2018
3.25 PM: কিছুক্ষণ আগের চিত্র অনুুযায়ী, বিল্ডিংয়ের তিনতলার গ্রিল কেটে ভেতরে ঢুকলেন দমকল কর্মীরা।
এখনও জ্বলেছে বাগরি, চলছে ভিতরে ঢোকার চেষ্টা#BagriMarket https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/Ajb1qC6P9t
— IE Bangla (@ieBangla) September 17, 2018
3.10 PM: এক ব্যবসায়ী বললেন, "আমার দোকানে কাল আগুন লাগে নি, আজ সকাল থেকে আগুন ধরেছে, দমকল একদম কাজ করছে না। জল দিতে পারছে না।" এরই মধ্যে দেখা যাচ্ছে, দমকলের হোস পাইপ থেকে লিক করে বেরিয়ে যাচ্ছে জল।
হোস পাইপের একাধিক জায়গায় লিক#BagriMarketFire https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/5tuLPu3fb4
— IE Bangla (@ieBangla) September 17, 2018
3.00 PM: মিডিয়াকে বিবৃতি দিলেন দমকল বিভাগের আধিকারিক।
পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডাইরেক্টর সমীর চৌধুরী কি বললেন বাগরির বর্তমান পরিস্থিতি নিয়ে ? #BagriMarket https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/WbJfKffZX5
— IE Bangla (@ieBangla) September 17, 2018
2.50 PM: কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন পশ্চিমবঙ্গের ডিজি বীরেন্দ্র এবং রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত করপুরকায়স্থ।
2.06 PM: গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহুর্তের খবর, নতুন করে তিনতলায় দেখা গেছে আগুন।
গ্রিল কেটে ঢোকার চেষ্টা চলছে বাগরি মার্কেটে#BagriMarket https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/iGzMQqfc2B
— IE Bangla (@ieBangla) September 17, 2018
1.48 PM: এই মুহূর্তে আগুনের তেজ তুলনায় কিছুটা স্তিমিত। চারতলার একটি অংশের আগুনই সবচেয়ে বেগ দিচ্ছে দমকলকর্মীদের। এখনও পৌঁছনো যায়নি ওই অংশে।
12.46 PM: জ্বলন্ত বাগরি মার্কেটের ছাদ থেকে তোলা এক্সক্লুসিভ ভিডিও
এসি মেশিনে ফের বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক#bagrimarkethttps://t.co/sosoOVSWB5 pic.twitter.com/OQnwIE24aK
— IE Bangla (@ieBangla) September 17, 2018
আকাশ ছুঁয়ে গেছে কালো ধোঁয়া।#BagriMarket https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/1sy4TwBkMR
— IE Bangla (@ieBangla) September 17, 2018
11.40 AM: ফের বিস্ফোরণ, আবারও বড় করে আগুন ছড়িয়ে পড়ল বাগরি মার্কেটে। কালো ধোঁয়ায় ছেয়ে গেল গোটা এলাকা।
ফের বিস্ফোরণ, রাতারাতি ছড়িয়ে পরে আগুনের লেলিহান শিখা#BagriMarket #BagreeMarket https://t.co/sosoOVBlcv pic.twitter.com/Fvi0UoRTg4
— IE Bangla (@ieBangla) September 17, 2018
দাউ দাউ করে নতুন করে জ্বলে উঠল আগুন#BagriMarket #BagriMarket https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/H8UVkh0jqN
— IE Bangla (@ieBangla) September 17, 2018
11.07 AM: প্রায় ৩৬ ঘণ্টা আগুনের সঙ্গে যুদ্ধ করার পর, চলছে বাগরি মার্কেটের ভেতরে ঢোকার প্রস্তুতি। ফায়ার একস্টিঙ্গুইশার নিয়ে ভিতরে প্রবেশ করছেন উদ্ধার কর্মীরা।
প্রায় ৩৬ ঘণ্টা আগুনের সঙ্গে যুদ্ধ করার পর, চলছে বাগরি মার্কেটের ভেতরে ঢোকার প্রস্তুতি#BagriMarket #BagriMarketFire https://t.co/sosoOVSWB5 pic.twitter.com/QD73r7XgBR
— IE Bangla (@ieBangla) September 17, 2018
9.54 AM: সকালে আগুন ছড়িয়ে যায়, তিন তলার প্রসাধনীর দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। দোকানে শাটার ভেঙে চলছে জল দেওয়ার প্রক্রিয়া।
9.10 AM: সম্পূর্ণভাবে ভষ্মীভূত সমস্ত দোকান। বাগরি মার্কেটের ভিতরে দোকানের ভিতরগুলোতে এখনও জ্বলছে আগুন। অবশিষ্ট জিনিস সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। গোটা বাড়িতে দেখা দিয়েছে বড় বড় ফাটল, যেকোনো সময়ে বাড়িটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
8.55 AM: এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দমকল কর্মীরা। কিন্তু বেয়াদপ আগুনকে এখনও বাগে আনা যায় নি। কারণ প্রচুর পরিমাণে মজুত আছে পেট্রোপন্য জাত দ্রব্য। সকাল থেকে নতুন করে আগুন ধরেছে বাগরি মার্কেটে।
8. 30 AM:
৩০ ঘণ্টা পার, নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও জ্বলছে আগুন#BagriMarket #bagrimarketfirehttps://t.co/MkeLvZ5ZtZ pic.twitter.com/SxnTy6iDaw
— IE Bangla (@ieBangla) September 17, 2018
8.10 AM: হঠাৎই আবার বিস্ফোরণ ঘটে। জানা যায় , তিন তলার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে এই বিস্ফোরণ ঘটে।