Advertisment

ফোন রেখে গাড়ি চালাতে বলায় ধর্ষণের হুমকি জুটল শহরের গায়িকার

ফোন রেখে সাবধানে গাড়ি চালাতে বলায় উবের ড্রাইভারের তরফে ধর্ষণের হুমকি জুটল এক গায়িকার। ড্রাইভার বলে, মেয়েটির ঠিকানা তার কাছে রয়েছে। চাইলে প্রতিশোধ নিতে পারে সে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্যাব ড্রাইভারের বিরুদ্ধে মহিলাকে যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায়

আবারও ক্যাব ড্রাইভারের বিরুদ্ধে মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায়। কলকাতার গায়িকাকে ধর্ষণের হুমকি দিল উবের ড্রাইভার। কেন? না, তিনি ফোন রেখে সাবধানে গাড়ি চালাতে বলেছিলেন ওই ড্রাইভারকে। বৃদ্ধা মাকে নিয়ে উবেরের গাড়ি বুক করেছিলেন ওই তরুণী। চালকের ঔদাসীন্য দেখে তাকে ফোনে কথা বলতে বলতে গাড়ি না চালাবার কথা বলেন তিনি।

Advertisment

ফোন রেখে গাড়ি চালাবার পরামর্শ শুনেই বিরক্ত হয় চালক, এবং অশালীন ভাষায় আক্রমন করতে থাকে ওই তরুণীকে। এমনকি বিষয়টা হুমকিতে পর্যবসিত হয়। সে বলে, মেয়েটির ঠিকানা তার কাছে রয়েছে এরপর সে মুখ খুললে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে রেপ করতে পারে সে। বিপদের আশঙ্কা করে সিগন্যালে গাড়ি দাঁড়ালে ওই গায়িকা সোজা ট্রাফিক পুলিশের সাহায্য চান এবং উবের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। চালককেও গ্রেফতার করা হয় এবং মহিলাকে হেনস্থা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়।

publive-image উবার কর্তৃপক্ষের তরফে বিবৃতি।

আরও পড়ুন, অবশেষে বেকসুর খালাস প্রাক্তন টিভি অ্যাঙ্কর সুহেব ইলিয়াসি

তবে এই ঘটনার কথা উবের কর্তৃপক্ষকে জানানো হলে, তাঁদের তর থেকে একটি বিবৃতিতে অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়। কোম্পানির তরফে তরুণীকে এই ঘটনার জন্য চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এর আগেও অনেকবার অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবারই উবেরের তরফে ক্ষমা চাওয়া হলেও ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায় নি।

rape kolkata news
Advertisment