ভোট আবহে বই প্রকাশ অনুষ্ঠানেও বাঙালি আবেগকে উস্কে দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, পূর্ব ভারতের উন্নয়নে নেতৃত্ব দেবে কলকাতা। এদিনই আবার কলকাতায় সাংবাদিক বৈঠকে মহানগরের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন দিল্লিতে স্বাধানতা সংগ্রামী তথা ওডিশার প্রথম মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণা মেহতাবের লেখা বই 'অডিশা ইতিহাস'-এর হিন্দি সংস্করণ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, 'কেবলমাত্র বাংলার উন্নয়নে নয়, গোটা পূর্ব ভারতের উন্নয়নে কলবকাতা নেতৃত্ব দিতে পারে। কলকাতাকে প্রাণবন্ত করে পূর্ব ভারতের উন্নয়নকে তরান্বিত করাই আমাদের আগ্রাধিকার। সেই লক্ষেই আমরা কাজ করছি।'
শনিবারই পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট রয়েছে। তার আগেই কলকাতাকে নতুন করে গড়ে তুলে পূর্ব ভারতের উন্নয়নে নেতৃত্ব হিসাবে তুলে ধরার মোদীর কেন্দ্রীয় প্রয়াসের দাবি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যবাহী। শুধু কলকাতাই নয়, এবার ভোটে 'আসল পরিবর্তনের' মাধ্যমে 'সোনার বাংলা' গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একাধিকবার রাজ্যে এসেই সেই কথাই বারে বারে তুলে ধরেছেন মোদী, অমিত শাহরা।
পূর্ব ও উত্তর পূর্ব ভারত বিপুল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দেশের এপ্রান্তের মানব সম্পদও নজরকারা। পরিকাঠামো উন্নয়নের মধ্যে দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলের থেকে পূর্বের দূরত্ব ঘোচাতে মোদী সরকার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সড়ক, উপকূলীয় অঞ্চলের উন্নতি, তেল ও গ্যাস উত্তেল, স্টিল ক্ষেত্রের উন্নতির মাধ্যমে পূর্ব ভারত দেশের মধ্যে আগামিতে নজর কাড়বে বলে জানান নমো। দক্ষতার উন্নয়ন ঘটাতে পূর্ব ভারতে আরও আইআইটি খোলার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন