মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি রুটে যানচলাচল সম্পর্কিত নতুন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ বজায় থাকবে।
১) বেহালাগামী বাস ও অন্যান্য যান ডায়মন্ডহারবার রোড থেকে হেস্টিংস মোড়ের পর খিদিরপুর মোড়- সার্কুলার গার্ডেনরিচ রোড-হাইড রোড-ব্রেস ব্রিজ-তারাতলা রোড-তারাতলা মোড় হয়ে যাবে।
২) ডায়মন্ডহারবার রোড থেকে উত্তরমুখী সমস্ত যান তারাতলা মোড় থেকে তারাতলা রোড-ব্রেস ব্রিজ-হাইড রোড- সার্কুলার গার্ডেনরিচ রোড- হেস্টিংস হয়ে যাবে।
৩) আলিপুর রোড হয়ে বেহালাগামী সমস্ত যান জাজেস কোর্ট রোড বা স্ট্যান্ডেল রোড হয়ে ডায়মন্ড হারবার রোড-গার্ডেনরিচ উড়ালপুল বা রিমাউন্ট রোড দিয়ে যাবে।
৪) বজবজ এলাকা থেকে শহরগামী সমস্ত যান জিঞ্জিরাবাজার থেকে ঘুরে তারাতলা রোড-ব্রুকলিন রোড- গার্ডেনরিচ উড়ালপুল-রিমাউন্ট রোড-ডায়মন্ডহারবার রোড হয়ে যাবে।
৫) এন আর অ্যাভিনিউ থেকে গাড়ি যাতায়াতের সময় ও দিক নির্দেশ
সকাল ৬ টা থেকে বেলা ১ টা- পূর্বমুখী
বেলা ১টা থেকে রাত দশটা- পশ্চিমমুখী
রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা- উভয়মুখী
৬) সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত নিম্নলিখিত রাস্তা দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না
সার্কুলার গার্ডেনরিচ রোড
তারাতলা রোড
হাইড রোড
সাহাপুর রোড
আলিপুর স্টেশন রোড
টালিগঞ্জ সার্কুলার রোড
ডিপিএস রোড
প্রিন্স আনোয়ার শাহ রোড
আলিপুর রোড
বেলভেডিয়ার রোড
ডায়মন্ডহারবার রোড
৭) সার্কুলার গার্ডেনরিচ রোড-ডায়মন্ডহারবার রোড এবং জাজেস কোর্ট রো়ড দিয়ে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে
৮)দক্ষিণ ২৪ পরগনা থেকে ডায়মন্ড হারবার রোড এবং বজবজ ট্রাঙ্ক রোড দিয়ে আসা, এবং হাওড়া কমিশনারেট এলাকা থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসা কোনও পণ্যবাহী গাড়ি সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরে প্রবেশ করতে পারবে না।