Advertisment

আদালতে মেয়র শোভন, সঙ্গী বৈশাখী

জানা গিয়েছে, প্রতি মাসে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন মেয়রের স্ত্রী। পাশাপাশি মেয়ের পড়াশুনার খরচও দিতে হবে শোভনবাবুকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবছর ঈদের আগে মুখ্যমন্ত্রীর পাশে ইফতারের সময় শোভন চট্টোপাধ্যায়

আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ মামলায় মঙ্গলবার হাজির হয়েছিলেন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। সবসময় মেয়রের পাশে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় এক ঘণ্টা আদালতে ছিলেন শোভনবাবু ও তাঁর সঙ্গী। মেয়রের স্ত্রী রত্না চট্য়োপাধ্য়ায় নিজে হাজির না থাকলেও ছিলেন তাঁর আইনজীবী। আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য্য় করেছে আদালত।

Advertisment

জানা গিয়েছে, প্রতি মাসে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন মেয়রের স্ত্রী। পাশাপাশি মেয়ের পড়াশুনার খরচও দিতে হবে শোভনবাবুকে। আদালত মারফত এই আবেদন জানিয়েছেন রত্না দেবীর আইনজীবী। অন্য় দিকে স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু নথি আদালতে জমা দিয়েছেন মেয়র।

শোভনবাবুর সঙ্গে স্ত্রী রত্না দেবীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বেশ কিছুদিন। এরই মধ্য়ে নানা ইস্য়ু নিয়ে দুজনের মধ্য়ে বিবাদ চলছে। বলাই বাহুল্য, আসরে ঢুকে পড়েছেন মেয়রের বান্ধবী বৈশাখী। এই বান্ধবীকে নিয়ে নানা বিতর্ক হলেও তাতে কান দেননি মেয়র। বরং অসময়ে বৈশাখীই তাঁর পাশে থাকেন বলে প্রকাশ্য়ে বলেছেন শোভনবাবু। গত মাসে মেয়রের বাড়ির সামনে ধর্ণা দেওয়ায় স্ত্রী রত্নার দেবীর বিরদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। যার ফলে তাঁকে গ্রেফতার করে জামিনে ছেড়ে দিয়েছিল পুলিশ।

Advertisment