/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/feature-medical-1.jpeg)
এইখান থেকে আগুন লাগে মেডিকেল কলেজ চত্বরে।
Kolkata Medical College fire: এবার আগুন মেডিকেল কলেজ চত্বরে। মেডিকেল কলেজের ফার্মেসি বিভাগে আগুন লেগেছে। খালি করে দেওয়া হচ্ছে হাসপাতাল চত্বর। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন। আগুন নেভাতে তৎপর তারা। আতঙ্ক গ্রাস করেছে পুরো হাসপাতাল চত্বরকে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। বাগরি মার্কেটের পর আবার বড়ো আগুন শহরে। এখনো হতাহতের খবর নেই।
সবে বাগরির আতঙ্ক কাটিয়ে উঠেছেন শহরবাসী। গতকাল নাগেরবাজারে ঘটেছে বড় মাপের বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর। আর আজ আবার আগুন লাগার ঘটনা ঘটল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনের আতঙ্কে জানালা দিয়ে বেরিয়েছেন কিছু রোগী। আর বাকিদের বের করে নিয়ে আসা হয়েছে। পাশেই ছিল কার্ডিওলজি বিভাগ, যেখানে আতঙ্ক দেখা যায় রোগীদের মধ্যে। মেডিকেল কলেজে বেড কম থাকায় রোগীদের স্থানান্তরিত করার ক্ষেত্রে বাধা দেখা দিয়েছে, যদিও অনেককেই আপাতত সরানো হয়েছে অন্যান্য হাসপাতাল এবং নার্সিং হোমে।
Fire in Kolkata, Fire Break out at Kolkata Medical College and Hospital News and Live Updates
1.42 pm: হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য#medicalcollege#KolkataMedicalCollege#Kolkatafirepic.twitter.com/DRsFgvlWt4
— IE Bangla (@ieBangla) October 3, 2018
12.38 pm: নিভেছে আগুন, এবার ময়না তদন্তের পালা
12.15 pm: এই মুহূর্তে মেডিকাল কলেজের আগুনের বর্ণনা দিচ্ছেন ডিজি ফায়ার, জগমোহন
এই মুহূর্তে মেডিকাল কলেজের আগুনের বর্ণনা দিচ্ছেন ডিজি ফায়ার, জগমোহন #medicalcollegehttps://t.co/RRxPVifJ1Hpic.twitter.com/LVKehqO6Hz
— IE Bangla (@ieBangla) October 3, 2018
11.50 am: বীরভূম থেকে এসেছেন কাসেম মুন্সী, অরথোপেডিক ডাক্তার দেখাতে। আজকের অস্বাভাবিক পরিস্থিতির ফলে পৌঁছতে পারেননি ডাক্তারদের কাছে। আজ ডাক্তার দেখাতে না পারলে ফিরে যাবেন তিনি।
11.41 am: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনলাইন বিলিং বন্ধ, ফলে বন্ধ ন্যায্য মূল্যের দোকানে ওষুধের বিক্রি।
11.35 am: অনেক রোগীকে পাঠানো হচ্ছে এনআরএসে, আগুনে নষ্ট হয়েছে প্রচুর ওষুধ। অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/WhatsApp-Image-2018-10-03-at-11.28.50-1.jpeg)
11.33 am: উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন রোগীর পরিজনরাও, সরানো হয়েছে ৪০০ জন রোগীকে, অগ্নিকাণ্ডে জীবনদায়ী অষুধের আকাল।
11.30 am: হাসপাতালের তরফে এইমাত্র মাইকে ঘোষণা করা হল, "উদ্বিগ্ন হবেন না, সব রোগীকে নিরাপদে সরানো হয়েছে।"
11.15 am: ধোঁয়া বের করে দেওয়ার জন্য ভাঙা হচ্ছে দেওয়াল
ধোঁয়া বার করার জন্য ভাঙা হচ্ছে দেওয়াল #medicalcollegehttps://t.co/x7qkviViwrpic.twitter.com/X1JLL2KfYE
— IE Bangla (@ieBangla) October 3, 2018
10.52 am: ন্যায্যমূল্যের ওষুধের দোকানের তরফে জানানো হল,"দমকল ও পুলিশ যৌথভাবে খুব ভাল কাজ করেছে, তাই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ন্যায্যমূল্যের ওষুধের দোকানে কোনও ক্ষতি হয়নি।"
দমকল ও পুলিশ যৌথভাবে খুব ভাল কাজ করেছে, তাই আগুন অনেক নিয়ন্ত্রণে।#medicalcollegefirehttps://t.co/RRxPVifJ1Hpic.twitter.com/uPoLQnxSuj
— IE Bangla (@ieBangla) October 3, 2018
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical-line-3.jpeg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/WhatsApp-Image-2018-10-03-at-10.55.26-AM.jpeg)
10.47 am: মেডিকেল কলেজে পৌঁছেছেন বিধায়ক নয়না দাস। তিনিও জানাচ্ছেন, নিয়ন্ত্রণে আগুন। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে সমস্ত মেডিকেল স্টোর বন্ধ করা হয়েছে।
ঘটনাস্থলে বিধায়ক নয়না দাস#medicalcollegeforehttps://t.co/RRxPVifJ1Hpic.twitter.com/M2pLjFrmQ6
— IE Bangla (@ieBangla) October 3, 2018
10.31 am: ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় শ্বাসকষ্ট দেখা দেয় অনেকের, যার ফলে প্রাথমিকভাবে কাজে অসুবিধা হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে।
আবার অনেকে আস্থা রাখছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ওপরেই #medicalcollege
https://t.co/RRxPVifJ1Hpic.twitter.com/ErsCeG1vbr— IE Bangla (@ieBangla) October 3, 2018
10.21 am: বারবার আগুন লাগছে শহরে। ক্ষোভ রোগীর পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের। কেন প্রশাসন কোনও আগাম সুরক্ষার ব্যবস্থা করছে না? কতদিন আমাদের ভুগতে হবে, প্রশ্ন করছেন জনসাধারণ।
ক্ষোভ রোগীর পরিজনদের মধ্যে #medicalcollegefirehttps://t.co/x7qkviViwrpic.twitter.com/WNXMlEyqeH
— IE Bangla (@ieBangla) October 3, 2018
10.14 am: তবে আপাতকালীন ব্যবস্থা রয়েছে। ওষুধ যাতে না নষ্ট হয় সেইজন্য বরফে রাখা হয়েছিল। সময়ের মধ্যেই সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে, সরকারি ওষুধের দোকান থেকে লাগে আগুন। অবস্থার মোকাবিলায় উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন মেডিক্যালের পড়ুয়ারাও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical-5.jpeg)
10.10 am: আগুন লাগার ফলে বন্ধ বিদ্যুৎ সংযোগ। নষ্ট হওয়ার সম্ভবনা বহু জীবনদায়ী ওষুধের। ঘটনাস্থল পরিদশর্ন করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
ঘটনাস্থলে মেয়র শোভন চট্টোপাধ্যায় #medicalcollegefiepic.twitter.com/Thz5VjSYzq
— IE Bangla (@ieBangla) October 3, 2018
10.05 am: প্রত্যক্ষদর্শীরাই আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। পরে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। আপাতত নিয়ন্ত্রনে আগুন।
ইনিই প্রথম আগুন দেখতে পান বলে দাবি করেন। #medicalcollegefirepic.twitter.com/F7MNlhz0AY
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.52 am আগুন নিয়ন্ত্রনে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। নিয়ে আসা হয়েছে ব্রিদিং অপরেটর মেশিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ করেছে দমকল। ভিতরে কালো ধোঁয়ায় কাজ করতে অসুবিধে হয়, এই মেশিন থেকে পরিশুদ্ধ বাতাস তাতে সুবিধে করবে। আগুন পুরোপুরি নেভাতে বিল্ডিংয়ের ভেতরে দুই দমকল কর্মী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical-3.jpeg)
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.35 am: MCI বিল্ডিংয়ের ওষুধের দোকন থেকে আগুন লাগে বলে অনুমান। খোলা আকাশের নীচে রয়েছেন রোগীরা। যাতে আগুন না ছড়ায়, তাই বের করে আনা হচ্ছে স্যালাইনের বোতল এবং দাহ্য বস্তু।
বের করে নিয়ে আসা হচ্ছে সেলাইনের বোতল। #medicalcollegefirepic.twitter.com/0YNO42qN9D
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.31 am: এখনও আগুন নিভেছে কিনা তা সরকারি তরফে জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে এলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই পৌঁছেছেন ডি সি ফায়ার জগমোহন।
ঘটনাস্থল পরিদর্শনে শোভন চট্টোপাধ্যায়। #medicalcollegefirepic.twitter.com/2Q6PsBsNco
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.26 am: প্রাথমিকভাবে এসি থেকে আগুন লাগার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এম সি এইচ ভবনে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical-1.jpeg)
9.23 am: দুজন নার্স ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। কলেজ চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
আগুন নেভানোর চেষ্টা করছে দমকলবাহিনী #medicalcollegepic.twitter.com/LLD17Mpp7L
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.10 am: প্রায় ২৫০ জন রোগীকে বের করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেডিসিন সেন্টারে থাকা তুলো, গজে বেড়েছে আগুন।
আতঙ্ক গ্রাস করেছে রোগীর পরিবারদেরও #medicalcollegepic.twitter.com/vqje9Zi2kx
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.07 am: দমকল বাহিনী পরিস্থিতির মোকাবিলা করছে। সরিয়ে নেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
ঘটনাস্থলে দমকল। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় তারা #medicalcollegepic.twitter.com/2KA5nSXQo5
— IE Bangla (@ieBangla) October 3, 2018
9.05 am: স্থানীয়রা হাত লাগিয়েছেন রোগীদের বের করে আনতে। এখন তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে জরুরী বিভাগে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical.jpeg)
9.02 am: এই মূহুর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের। মেডিকেল কলেজ চত্বরে আতঙ্ক।
মেডিকেল কলেজ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে রোগীদের#medicalcollegepic.twitter.com/1b2AVDnCyw
— IE Bangla (@ieBangla) October 3, 2018
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/medical-4.jpeg)