New Update
Advertisment
নীতি পুলিশদের গুণ্ডামি যদি কলকাতা শহরের একটা বাস্তবতা হয়, তবে তার উল্টো দিকে রয়েছে আরেক ছবিও। যে ছবি ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মেট্রোয় আলিঙ্গনের ‘অপরাধে’ তরুণ-তরুণীকে যেভাবে মারধর করা হয়েছে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। কী ঘটেছিল সোমবার?
ভিড়ে ঠাসা মেট্রোয় বাকিদের মতো এক যুগলও কোনওরকমে ঠাঁই পেয়েছিলেন পা রাখার। ভিড়ের মধ্যে তাঁরা কিছুটা ঘনিষ্ঠ হয়েই দাঁড়িয়েছিলেন। তাঁদের ঘনিষ্ঠতায় আপত্তি তোলেন কিছু যাত্রী। চোখরাঙানি, কথা কাটাকাটিতে সরগরম হয়ে যায় মেট্রোর কামরা। এরপর দমদম স্টেশনে ট্রেন থামতেই, ওই যুগলের উপর ঝাঁপিয়ে পড়েন কিছু ব্যক্তি। অবাধে কিল, ঘুসি মারা হয় দুজনকে।
সকাল হতে না হতেই এ ঘটনার ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভে যাঁরা ফেটে পড়েছেন, তাঁদের অনেকেরই অভিযোগ, বিভিন্ন সামাজিক অপরাধের ঘটনায় যাঁরা সরব হতে পারেননা, তাঁরা সফট টার্গেট হিসেবেই বেছে নিয়েছেন ওই যুগলকে। এ হিংসাত্মক ঘটনা যে কলকাতার প্রগতিশীল, আধুনিক মুখ ডুবিয়েছে, সে নিয়ে মোটের ওপর প্রায় সকলেই একমত হয়েছেন।
A young couple embraced in Kolkata metro. It made a bunch of frustrated old losers angry. They beat them up. Scenes of hatred are allowed. Scenes of love are considered obscene. pic.twitter.com/Jv4zNaMDe8
— taslima nasreen (@taslimanasreen) May 1, 2018
আরও পড়ুন, গান গেয়ে হুমকির মুখে সোনা মহাপাত্র, সোশ্যাল মিডিয়ায় সরব হলেন গায়িকা
Panchayat Election Violence, Rising Communal Polarisation, Rotten Meat & Carcass Scam, Moral Policing by Sexually Frustrated Retards (some are Senior Citizens) in Kolkata Metro.
So much for the 'Cultural Capital of India'.
১৪২৫ started well!
— Mainak Das (@mainak2das) May 1, 2018
আরও পড়ুন, শহরে পৌঁছল ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক, পুজোর আগেই দৌড় শুরু
Dear Couples In Calcutta.... Be Aware Of @Kolkatametro_ .... Sexually Frustrated Elements ( Few Are Even Senior Citizens) Might Feel Jealous Of You ???????????? #KolkataMetro
— Dipzzzzz.... (@fire_on_ice82) May 1, 2018