Advertisment

কলকাতা মেট্রোয় যুগলকে মারধরের প্রতিবাদ কর্মসূচিতে মহিলাদের হেনস্থার অভিযোগ

কলকাতা মেট্রোয় যুগলকে মারধরের ঘটনায় নয়া মোড়। প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হল শহরের মহিলাদের। শুধু তাই নয়, তাঁদের গালিগালাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
free hugs

যুগলকে মারধরের প্রতিবাদে ফ্রি হাগ ক্যাম্পেন। ছবি পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কলকাতা মেট্রোয় যুগলকে মারধরের ঘটনায় এবার নয়া মোড়। দমদম মেট্রো স্টেশনে এ ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে এবার ঘটল ধুন্ধুমার কাণ্ড। প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হল শহরের মহিলাদের। শুধু তাই নয়, তাঁদের গালিগালাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এ ঘটনায়  ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৩ মহিলা।

Advertisment

ঠিক কী ঘটেছিল? কলকাতা মেট্রোয় যুগলকে মারধরের প্রতিবাদ জানাতে দমদম মেট্রো স্টেশনের বাইরে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেসময়ই এক মাঝবয়সী ব্যক্তি বিক্ষোভকারীদের উদ্দেশে গালিগালাজ দেন বলে অভিযোগ। শান্তিপূর্ণ ভাবেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে দাবি করেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, বিক্ষোভ চলাকালীন, এক ব্যক্তি আচমকাই তাঁদের উদ্দেশে গালিগালাজ দেন। তরুণ-তরুণীকে মারধরে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তি সওয়াল করছিলেন। তাঁকে বোঝাতে গেলে, ওই ব্যক্তি উল্টে গালিগালাজ দিতে থাকেন বলে জানিয়েছেন এক অভিযোগকারিনী। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এক মহিলার অভিযোগ, ‘‘আমরা মধ্যস্থতা করতে গেলে, এক ব্যক্তি কনুই দিয়ে আমাদের মারেন।’’ এ নিয়ে বচসা চলাকালীন কয়েকজন তরুণীকে ধাক্কাধাক্কি দেওয়া হয়ে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে কার্যত নিরাপত্তায় মুড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান রক্ষীরা। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে এ নিয়ে সরব হতে গেলে, তাঁদের উপরই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত এক মহিলা।

দেখুন, যুগলের উপর হামলার প্রতিবাদে কলকাতা মেট্রোয় ফ্রি হাগ: দেখুন ভিডিও

এদিনের ঘটনার দায় কার্যত ঘাড় থেকে ঝেড়ে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো স্টেশনের মধ্যে কিছু হয়নি বলে জানিয়েছেন তাঁরা। এমনকি, এ ঘটনা তাঁদের বিচারাধীন নয় বলেও জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন, কলকাতা মেট্রো: বিতর্কিত উপদেশ দিয়ে কমেন্ট ডিলিট করল কর্তৃপক্ষ

এদিকে এ ঘটনায় সিঁথি থানায় অভিযোগ জানানো হয়েছে। যাঁরা প্রতিবাদ দেখাতে যান, তাঁরাই সবসময় রোষের শিকার হন বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগ মৈত্রেয়ী নামের এক বিক্ষোভকারী।

দুটি দলের মধ্যে গোলমাল হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। একদল প্রতিবাদ করছিল, আরেকদল প্রতিবাদ কর্মসূচির বিরোধিতা করেছিল বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।

আরও পড়ুন, আলিঙ্গনের জন্য গণপ্রহার: সরব নেটিজেনরা

ক’দিন আগেই কলকাতা মেট্রোর কামরায় ঘনিষ্ঠভাবে দাঁড়ানোর জন্য এক যুগলকে দমদম মেট্রো স্টেশনে গণধোলাই দেওয়া হয়। যে ঘটনায় অভিযোগ ওঠে কয়েকজন প্রবীণ যাত্রীর বিরুদ্ধে। এ ঘটনা সামনে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এ নিয়ে শহরে প্রতিবাদও জানান অনেকে।

kolkata metro kolkata
Advertisment