কলকাতার নগরতলি রাজারহাটে শুরু হচ্ছে মিষ্টি হাব। শহরের তাবড় তাবড় মিষ্টির দোকান থাকবে সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেনচাইল্ড এই মিষ্টিহাবটির উদ্বোধন হবে আগামী ৫ জুলাই। মিষ্টিহাব বানানোর দায়িত্বে রয়েছে হিডকো। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, এই হাবে মোট ১০টি আউটলেট থাকবে। এ ছাড়া থাকবে একটি বিশেষ কাউন্টার, যেখানে বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টিগুলি পাওয়া যাবে।
নিউটাউনের মিষ্টিহাবে নলিন চন্দ্র দাস, বলরাম মল্লিক রাধারমণ মল্লিক, গাঙ্গুরাম, বাঞ্ছারাম, কেসি দাশ, হিন্দুস্থান সুইটস, গুপ্তা ব্রাদার্সের মত নামি প্রতিষ্ঠানগুলির আউটলেট থাকবে। শহরের নামিদামি হোটেল ও এয়ারপোর্টের কাছাকাছি অবস্থানের সুবাদে এই মিষ্টিহাবে প্রচুর পর্যটক সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।
গতবছর ঠিক এই সময়তেই বর্ধমান জেলায় ১৫ টি দোকান নিয়ে শুরু হয়েছিল মিষ্টিহাব। ওই জেলাতেই মাটি উৎসবে ‘মিষ্টি হাব’ তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নানারকম বাধাবিপত্তি কাটিয়ে সে মিষ্টিহাব তার যাত্রাও শুরু করেছে।