পেট্রোল-ডিজেলের দাম আজ ফের নিম্নমুখী

নতুন রেট অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম সাত পয়সা কমে দাঁড়াল ৮০.৯৮ টাকা এবং ডিজেলের দাম পাঁচ পয়সা কমে হল ৭১.৮০ টাকা।

নতুন রেট অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম সাত পয়সা কমে দাঁড়াল ৮০.৯৮ টাকা এবং ডিজেলের দাম পাঁচ পয়সা কমে হল ৭১.৮০ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol

আজ ফের আর একদফা দাম কমল পেট্রোল-ডিজেলের

গতকালের পর আজ বৃহস্পতিবার ফের সামান্য কমল পেট্রোল এবং ডিজেলের দাম। নতুন রেট অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম সাত পয়সা কমে দাঁড়াল ৮০.৯৮ টাকা এবং ডিজেলের দাম পাঁচ পয়সা কমে হল ৭১.৮০ টাকা। বিগত ষোল দিন ধরে  একটানা পেট্রোপন্যের দাম বৃদ্ধির পর গতকাল দাম কমে মাত্র এক পয়সা।

Advertisment

দিল্লিতে পেট্রোলের দাম আজ ৭৮.৪২ টাকা থেকে কমে দাঁড়াল ৭৮.৩৫ টাকা এবং ৬৯.৩০ টাকা প্রতি লিটার থেকে ডিজেলের দাম কমে হল ৬৯.২৫ টাকা।

Advertisment

১৪ মে থেকে গত ২৯ মে অবধি দেশজুড়ে প্রতিদিন বেড়েছে পেট্রোপন্যের দাম। একটানা এই দাম বৃদ্ধিতে পেট্রলের দাম বেড়েছে মোট ৩.৮০ পয়সা প্রতি লিটারে। ডিজেলের ক্ষেত্রে পরিমাণটি হল ৩.৩৮ টাকা।

পেট্রোপন্যের দাম সাধারণত প্রতিটি রাজ্যে আলাদা হয়। স্থানীয় কর এবং ভ্যাটের দরের ভিন্নতার দরুণ বদলে যায় পেট্রোল এবং ডিজেলের দাম। প্রসঙ্গত,  দেশের সমস্ত মেট্রো এবং মুখ্য শহরগুলির তুলনায় দিল্লীতে পেট্রল এবং ডিজেলের দাম সবচেয়ে কম।

kolkata