Advertisment

ফিল্মি কায়দায় ময়দানে ট্রাফিক পুলিশ, মনে ধরল সোশ্যাল মিডিয়ার

মিম আলো করে রয়েছেন উত্তম-সুচিত্রা, সঙ্গে সপ্তপদীর চিরন্তন গানের প্যারোডি। কলকাতা ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগে খুশি সোশ্যাল মিডিয়া

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কালজয়ী বাংলা ছবি সপ্তপদীর গান 'এই পথ যদি না শেষ হয়' মনে থাকবে নিশ্চয়ই। এবার সেই গানের দু-লাইনের প্যারোডি সহ উত্তম-সুচিত্রা কে নিয়ে মিম ভাইরাল স্যোশাল মিডিয়ায়, প্রযত্নে কলকাতা ট্রাফিক পুলিশ। এমনই অভিনব এবং মজাদার কায়দায় পথ দুর্ঘটনার সম্ভবনা কমানোর জন্য নেটপাড়ায় প্রচার করছেন তাঁরা।

Advertisment

অনেকদিন ধরেই পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানো হয়ে আসছে শহরের বিভিন্ন সিনেমা হলে। স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েও স্ক্রিনিং করা হয় অহরহ। বাইকে চড়ে বাবা-ছেলে, বাবার মাথায় হেলমেট অথচ সন্তান বসে রয়েছে খালি মাথাতেই, এই ছবির ওপর দু-লাইনের ছড়া লিখে প্রচার চালানো হয় কলকাতায় রাস্তায়। কখনও রুপোলি পর্দার চেনা মুখদের নিয়ে প্রচার হয়েছে রাস্তায় রাস্তায়, আবার কোনো সময় সেফ ড্রাইভ সেভ লাইভ ম্যারাথন আয়োজিত হয়েছে। পথ দুর্ঘটনার সম্ভবনা কমাতে গত দুবছর ধরে এভাবেই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী চালাচ্ছেন কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন, রমজানের দিন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বৃহস্পতিবারের বদলে শুক্রবারে শুরু রমজান মাস 

এই প্রচারে ফলও পাওয়া গেছে হাতেনাতে। মানুষ সচেতন হয়েছেন, দুর্ঘটনার সংখ্যা কমেছে শহরে। কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (১) সুমিত কুমার জানিয়েছেন, যেখানে ২০১৭ সালে ১৭ মে পর্যন্ত শহরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ১২৯, এবছর তা কমে দাঁড়িয়েছে ১০২ এ। তাই এবার আরও বেশি তোড়জোড় নিয়ে আসরে নেমেছে কলকাতা ট্রাফিক পুলিশের টিম, এবং এবারে তাঁদের বিশেষ লক্ষ্য পথচারীরা।

প্রসঙ্গত, পথ দুর্ঘটনায় রাশ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই কর্মসূচীর শুরু হয়েছিল ২০১৬-র জুলাইয়ে। দুবছরে অনেকটাই সফল এই প্রচেষ্টা বলে মনে করছেন কলকাতা ট্রাফিক পুলিশ। তাই প্রতিনিয়ত নজরদারি ও প্রচার চালালে দুর্ঘটনার সম্ভাবনা আরও কমাতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

আরও পড়ুন, মৃত্যু হলেও পাওয়ারগ্রিড হতে দেব না, ভাঙড়ে জয়ের পর বললেন নির্দল প্রার্থী

safe drive save life kolkata traffic police
Advertisment