কলকাতায় মাদক দ্রব্যের ব্যবহার কমাতে ২৬ জুন পর্যন্ত আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুলিশ।
এ বছর #unitedagainstdrugs নামক একটি ভাবনাকে সঙ্গে রেখে শহরে মাদকদ্রব্যর ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এমনকি, এই উদ্যোগটি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে নাচ, গান, দৌড়ানো, ঘুমানো, গান করা, খেলাধুলো, পড়াশুনো, লেখালিখি কিংবা হাসি, যেকোনও কার্যকলাপের সময় নিজের একটি ছবি তুলে তা ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে দিতে হবে। পোস্টটিতে লিখতে হবে- “SAY YES TO (যে কার্যকলাপটির ছবি দেওয়া সেটি); SAY NO TO DRUGS” এবং হ্যাশট্যাগ #kolkatapolice #unitedagainstdrugs ব্যবহার করে ছবিটি পোস্ট করতে হবে।
প্রথম তিনটি অভিনব এবং সবচেয়ে উদ্ভাবনী ছবি কলকাতা পুলিশ দ্বারা সম্মানিত করা হবে।
Read the full story in English