Kolkata Rain Forecast: ২৪ তারিখের পর ফর্মে ফিরবে বর্ষা, এমন পূর্বাভাস ছিলই। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। গত কয়েকদিনের অস্বস্তি যেন নিমেষে উধাও হয়ে গিয়েছে। হবে নাই বা কেন, কয়েক ঘণ্টার মধ্য়েই স্বস্তির বৃষ্টি আসছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্য়ে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলির পাশাপাশি বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুর জেলাতেও।
গত বুধবার সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। ওইদিন বৃষ্টির জেরে এক ধাক্কায় ৩.৫ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ। তবে সেদিন বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, পুরোপুরি অস্বস্তি থেকে রেহাই পেয়েছিলেন না শহরবাসী। এ রাজ্য়ে বর্ষা আসার পরও সেভাবে বৃষ্টি না হাওয়ায় মাত্রাতিরিক্ত গরমে হিমশিম খেতে হয় সকলকে।
আরও পড়ুন, Kolkata Rain Updates: ২৪ তারিখের পর রাজ্য়ে ফিরছে বর্ষা
গত সপ্তাহেই কলকাতায় পারদ চড়েছিল ৪১ ডিগ্রিতে। দু’তিনদিন কলকাতায় তাপপ্রবাহও বয়েছে। আবহবিদরা জানিয়েছিলেন যে, বর্ষা দুর্বল হয়ে পড়ায়, বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন কলকাতাবাসী। একইসঙ্গে রাজ্য়ে ঢুকছিল উষ্ণ পশ্চিমী বায়ু, যার জেরে একধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে গিয়েছিল। আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে সরকারি ও বেসরকারি স্কুলে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। প্রবল দাবদাহের শিকার হয়ে অসুস্থও হয়ে পড়েন অনেকে।
এদিকে বুধবারের সামান্য় বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যায়। সে দুর্ভোগের কথা মাথায় রেখেও এখন চাতকপাখির মতো বৃষ্টির দিকে তাকিয়ে আছে প্রায় পুরো শহরই।