Kolkata Rain Updates: আহ্! অবশেষে স্বস্তির বৃষ্টিতে গা জুড়োল কলকাতার। গত কয়েকদিনের অসহ্য় গরম থেকে খানিকটা স্বস্তি দিল বহু আকাঙ্খিত বৃষ্টি। বুধবার সকাল গড়াতেই আকাশের কোণে উঁকি মারল কালো মেঘ। এদিনও সকালে প্য়াচপ্য়াচে গরমে ঘামতে ঘামতে শহরবাসী যখন সবে ভাবা শুরু করেছেন যে, আজ কি তবে কড়া রোদের চাদর সরিয়ে তিনি শান্তি জল ছেটাবেন? তখনই যেন খানিক সময় পর তিনি টিপটিপ করে নৃত্য় শুরু করলেন। যে টিপটিপ শব্দ শোনার জন্য় গত এক সপ্তাহ ধরে হা পিত্য়েশ করে বসেছিল গোটা রাজ্য়। শুধু টিপটিপ শব্দই নয়, আকাশের গুড়গুড় শব্দ শুনেও যেন শ্রবণযন্ত্র নি:শ্বাল ফেলল।
গত দু-তিন দিনের জ্বালাময়ী তাপপপ্রবাহে জল ঢেলে শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি হাওড়াতেও এদিন শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্য় কয়েকটি জেলাতেও শুরু হয়েছে বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টি। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে, ২৪ ঘণ্টার মধ্য়ে কলকাতায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের সেই বহু প্রতীক্ষিত পূর্বাভাস এভাবে ফলে যাওয়ায় যারপরনাই খুশি সকলেই।
২৪ জুনের পর থেকেই সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, ফলে ওই তারিখের পরই আবারও বর্ষা ফিরবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Rain in Kolkata: Read Updates here:
5.10 PM: বৃষ্টির জেরে নামল পারদ, একধাক্কায় ৩.৫ ডিগ্রি কমল তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল ৩৯.৬ ডিগ্রি। ২৪ তারিখের পরই আবারও ফিরছে বর্ষা।
4.33 PM: সন্ধের মধ্য়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
3.26 PM: ঝিরঝিরে বৃষ্টিতেই জল জমেছে কলকাতার রাজপথে।
সামান্য় বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। ছবি- শশী ঘোষ।
2.58 PM: বুধবারের বৃষ্টিতে জল জমল কলকাতার বিভিন্ন এলাকায়। সায়েন্স সিটির কাছে রাস্তায় জমল জল।
2.11 PM: ছাতা, রেনকোট আর বৃষ্টি...
এমন রিমঝিম বৃষ্টির অপেক্ষাতেই ছিল কলকাতা। ছবি- শশী ঘোষ।
1.45 PM: চেনা আষাঢ়ের মুডে কলকাতা...
বুধবারের বৃষ্টিতে যেন খানিকটা চেনা আষাঢ়ের ছবি দেখল শহর কলকাতা। ছবি-শশী ঘোষ।
1.30 PM: বৃষ্টিতে ভিজেই দৌড়ল টানা রিকশা।
বৃষ্টি মাথায় নিয়েই রিকশা ছোটালেন চালক। ছবি- শশী ঘোষ।
1.20 PM: ছাতা খুলতে গিয়ে বিপত্তি? ঝিরঝির বারিরারায় ভিজে লাট শৈশব।
বৃষ্টিতে ভিজে মুখে হাসির রেখা স্কুল ইউনিফর্ম পরা একরত্তির। ছবি- শশী ঘোষ।
1.10 PM: আহ্লাদে আটখানা!
বৃষ্টিতে ভিজে কচিকাঁচাদের অনাবিল আনন্দের মুহূর্ত তুলে ধরেছেন শশী ঘোষ।
12.51 PM: ঘণ্টা দু-তিনেকের মধ্য়ে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
12.37 PM: কলকাতার আইটি সেক্টরও ভিজছে বারিধারায়। সল্টলেক সেক্টর ফাইভেও শুরু ঝিরঝিরে বৃষ্টি।
12.34 PM: বৃষ্টির সঙ্গে মৃদু হাওয়া, এককথায় মনোরম আবহাওয়া কলকাতাজুড়ে। তবে এ সুখ ক্ষণস্থায়ী বলেই মনে করা হচ্ছে।
12.24 PM: গত কয়েকদিন গ্রীষ্ম দার দাপটের পর এদিনের স্বস্তির বৃষ্টিতে যেন 'লগান' ছবির সেই দৃশ্য়ের মতোই গা ভেজাচ্ছে কলকাতা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/rain-lagan.jpg)
12.09 PM: সোম-মঙ্গলের মতো আকাশে কড়কড়ে রোদ নেই, মেঘের চাদরে ঢেকেছে সূয্য়িমামা।
Kolkata Rain Live Updates: হাওড়াতেও শুরু হয়েছে বৃষ্টি। ছবি- সৌরদীপ সামন্ত।
12.06 PM: মুর্শিদাবাদ, নদিয়ার বিভিন্ন এলাকাতেও শুরু হয়েছে বৃষ্টি, আকাশে কালো মেঘের ঘনঘটা।
12.01 PM: বুধবারের বৃষ্টির জেরে খানিকটা স্বস্তি মিলবে হয়তো ঠিকই, তবে বৃষ্টি থামলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
11.57 AM: বৃষ্টির জেরে কি তবে এবার আপাতত পাততাড়ি গোটাতে চলেছে গা জ্বালানি গরম? কতখানি স্থায়ী হবে এই বৃষ্টি? এই বৃষ্টির জেরে কি আদৌ স্বস্তি মিলবে? এসব প্রশ্নের অবশ্য় এখনও কোনও সদূত্তর মেলেনি আবহাওয়া দফতরের তরফে।
গত কয়েকদিনের গরমে নাজেহাল দশা হয়েছিল শহরবাসীর। ফাইল ছবি- শশী ঘোষ।
11.50 AM: হাওড়াতেও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্য় কয়েকটি জেলাতেও দহন জ্বালা মেটাতে শুরু হয়েছে বৃষ্টি।
11.48 AM: দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু, গরম থেকে মিলল সাময়িক স্বস্তি।
গত সপ্তাহে নিয়ম মেনে বর্ষা এ রাজ্য়ে এলেও, গরম থেকে রেহাই পাননি নাজেহাল রাজ্য়বাসী। ভরা আষাঢ়ে দাবদাহে পুড়ছে দক্ষিণ বাংলা। অন্য় জেলার পাশাপাশি দহনে পুড়ছে কলকাতাও। গতকালই কলকাতায় পারদ ছোঁয় ৪১ ডিগ্রি, যা এই মরসুমের উষ্ণতম দিন ছিল। মঙ্গলবারও সকাল থেকে উত্তাপ বেড়েছে কলকাতার। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহও বয়েছে। অতিরিক্ত গরমের জেরে রাজ্য়ের সরকারি ও বেসরকারি স্কুলে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।