Advertisment

Train Fire: দাউদাউ করে জ্বলছে ট্রেনের একাধিক বগি, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চূড়ান্ত আতঙ্ক

আগুন লাগার ঘটনায় ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। যাত্রীরা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Visakhapatnam News, Rail Accident in Visakhapatnam, Korba Visakhapatnam Express, Fire in Korba Visakha Patnam Express, Fire in AC coach of train, Panic due to fire in train, Railway News"

দাউদাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি।

Train Fire: দাউদাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি। রবিবার ছুটির দিনে বিরাট ট্রেনদুর্ঘটনা। রবিবার সকালে কোরবা থেকে তিরুমালাগামী কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসে আগুন লাগে। যদিও এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুন লাগার ঘটনায় ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। যাত্রীরা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

Advertisment

রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি বগিতে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চুড়ান্ত আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই আগুন এতটাই বেড়ে যায় যে তিনটি কোচ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ ঘটনায় প্রাণহানির কোনো তথ্য না থাকলেও তিনটি বগিতে রাখা যাত্রীদের সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ট্রেন যাত্রীদের জানিয়েছেন, ট্রেনটি বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। প্রথমে ট্রেনের বি৭ কোচে ধোঁয়া দেখা যায়। তা দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বি৬ কোচেও। রেল আধিকারিকদের মতে, এই ট্রেনটি সকাল সাড়ে ৬টায় বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন ধরে যায়। যদিও কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।

আরও পড়ুন - < Organ Transplant: অঙ্গ প্রতিস্থাপনে নজির! নয়া মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত >

ঘটনার জেরে বি৭, বি৬, এম ১ কোচ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের তৎপরতায় কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিভে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে রেল। রেলের তরফে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করেছে।

Train Accident
Advertisment