Advertisment

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের নামে স্টেশন ও শহর ঝাড়খণ্ডে

Krishna Janmashtami 2018: রঘুবর দাসের সরকারের ইচ্ছেকে সম্মান জানিয়েই এবার নগর উন্তারি শহর ও রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বংশীধর নগর।

author-image
IE Bangla Web Desk
New Update
Raghubar Das, রঘুবর দাস

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Krishna Janmashtami 2018: নাম বদলের ধারা অব্যাহত। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের দুই স্টেশনের নাম বদল করা হয়েছিল। এবার ঝাড়খণ্ডের একটি স্টেশনের নাম বদলে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। জন্মাষ্টমী উদযাপনের মধ্যেই খুশির খবর পেল ঝাড়খণ্ড সরকার। রঘুবর দাসের সরকারের ইচ্ছেকে সম্মান জানিয়েই এবার নগর উন্তারি শহর ও রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বংশীধর নগর। গারোয়া এলাকায় বংশীধর মন্দির রয়েছে। সেই মন্দিরের নামেই এবার ওই এলাকা ও রেলস্টেশনের নাম রাখা হচ্ছে। বলাই বাহুল্য, শ্রীকৃষ্ণের আরেক নাম বংশীধর। ফলে জন্মাষ্টমী উৎসবের মধ্যেই শ্রী কৃষ্ণের নামে স্টেশন ও শহরের নাম হওয়ায় খুশিতে ঝাড়খণ্ড সরকার।

Advertisment

গারোয়া জেলার ওই এলাকা ও স্টেশনের নাম বদলের প্রস্তাব দিয়েছিল সে রাজ্যের সরকার। জন্মাষ্টমীতেই রাজ্যের সেই প্রস্তাবকে অনুমোদন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান যে, নগর উন্তারিকে বংশীধর নগর হিসেবে তৈরি করতে চায় ঝাড়খণ্ড সরকার। উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনের মতো করে এই শহর গড়ার ভাবনা রয়েছে ঝাড়খণ্ড সরকারের। এ ব্যাপারে তাঁরা ইস্কনের সঙ্গেও কথা বলছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে সোশাল পোস্টে শোরগোল তুললেন প্রসেনজিত চট্টোপাধ্যায়

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোনও রেলস্টেশন, গ্রাম, শহরের নাম বদলাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) লাগে। সেক্ষেত্রে সবদিক খতিয়ে দেখার পর বংশীধর নগর ও স্টেশন হিসেবে ইতিমধ্যেই রঘুবর দাস সরকারকে এনওসি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে, সে রাজ্যের সরকার ওই স্টেশন ও শহরের নাম বদলাতে পারবে।

এর আগে উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জ স্টেশনের নাম বদলে শোনভদ্র করা হয়েছি। কিছুদিন আগেই যোগী রাজ্যের আরেক স্টেশন মুগলসরাই স্টেশনের নাম বদলে দীন দয়াল উপাধ্যায় স্টেশন রাখা হয়।

indian railway national news
Advertisment